ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ম্যাঞ্চেস্টার সিটির তারকা ফুটবলার বেঞ্জামিন মেন্ডি

ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ম্যাঞ্চেস্টার সিটির( Manchester City) তারকা ফুটবলার বেঞ্জামিন মেন্ডি( Benjamin Mendy)। এই কারণে সিটির তরফ থেকে নির্বাসিত করা হয়েছে তাকে। তদন্ত চলাকালীন সময়ের পযর্ন্ত নির্বাসিত করা হয়েছে বেঞ্জামিন মেন্ডিকে। ২০১৮ সালের ফিফা বিশ্বকাপে ফ্রান্স দলেও ছিলেন বেঞ্জামিন।

বৃহস্পতিবার চেশায়ার পুলিশ জানিয়েছে, চার দফা ধর্ষণ ও এক দফা শারীরিক নির্যাতনের অভিযোগ রয়েছে বেঞ্জামিন মেন্ডি বিরুদ্ধে। পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, তিনটি অভিযোগ এসেছে, এবং এই ঘটনাগুলি ঘটেছে ২০২০ অক্টোবর ও ২০২১ এর আগস্টে।

বৃহস্পতিবার সারারাত পুলিশি হেফাজতে ছিলেন মেন্ডি। জানা গিয়েছে শুক্রবার আদালতে তোলা হবে তাকে।

২০১৭ সালে মোনাকো থেকে ম‍্যাঞ্চেস্টার সিটিতে যোগ দেন মেন্ডি। সিটির হয়ে তিনবার প্রিমিয়ার লিগ এবং দু’বার ইংলিশ লিগ কাপ জেতেন তিনি।

আরও পড়ুন:এফসি গোয়ার মিডফিল্ডার ফ্রাঙ্কি বুয়ামকে এনে চমক দিল মহামেডান