Tuesday, November 11, 2025

সদ্য মা হয়েছেন (new mother) । এখন আর সেলুলয়েডের পর্দায় মাতৃত্বের অভিনয় নয় । সত্যিকারেরই মা হয়ে উঠেছেন নুসরত (nusrat jahan) । যাবতীয় বিতর্ক চাপানউতোর দূরে সরিয়ে এখন নুসরতের প্রতিটা (motherhood) মুহূর্ত কাটছে ছেলেকে নিয়ে। ঠিক কখন ছেলের খিদে পাচ্ছে। কতটা খাওয়াতে হবে । কীভাবে খাবার হজম হবে । কোন কান্নার কী মানে। এসব মন দিয়ে বোঝার চেষ্টা করছেন। অভিনেত্রী নুসরত সন্তানকে যে নিজের হাতেই মানুষ করতে চান তা এখন থেকেই বোঝা যাচ্ছে । তাই সদ্যোজাতকে শিশুদের জন্য নির্ধারিত নার্সারি বেড -এ নয় রাখছেন নিজের কাছেই । নিজের বুকের কাছে । এদিকে নুসরত যখন নিজের ছেলেকে নিয়ে মগ্ন তখন যশ ব্যাকুল মা ও ছেলেকে নিয়ে। সব মিলিয়ে একটি নিটোল পরিবার যে তৈরি হয়ে গিয়েছে তা দিব্যি স্পষ্ট । সমালোচকদের মতে যশের প্রতিমুহূর্তে সদ্যজাত পুত্র এবং মা নুসরতকে সঙ্গ দেওয়ার মাধ্যমে বোঝা যাচ্ছে যে সন্তানের পিতা কে । নুসরত ছেলের নাম রেখেছেন ঈশান । যশ yash যশ দাশগুপ্তর সঙ্গে মিলিয়ে যে এই নাম yieshan ঈশান রাখা হয়েছে তা নিয়ে কোনো দ্বিধা নেই । যদিও নুসরত বা যশ যতদিন না নিজের মুখে একথা স্বীকার করছেন, ততদিন তা স্পষ্ট করে জানা সম্ভব নয় কারো পক্ষেই।

এদিকে আগামিকাল নুসরতের সদ্যোজাতের থাইরয়েড, ক্যালসিয়াম, বিলিরুবিন-সহ আরও কিছু পরীক্ষা করা হবে । সন্তান জন্মের ২৪ ঘণ্টা পেরিয়ে গিয়েছে। নুসরত একটু একটু করে হাঁটতে শুরু করেছেন। চিকিৎসকরা জানিয়েছেন নুসরত শারীরিকভাবে এখন সম্পূর্ণ সুস্থ। তবে শিশুপুত্রের পরীক্ষার রিপোর্ট গুলি না আসা পর্যন্ত মা ও সন্তানকে ছাড়া হবে না। রিপোর্ট গুলি চলে এলে চিকিৎসকরা ছাড়ার কথা বিবেচনা করবেন।

গতকাল বৃহস্পতিবার বেলা ১২টা ৪৫ নাগাদ পার্ক স্ট্রিটের বেসরকারি হাসপাতালে ফুটফুটে একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন নুসরত। জন্মের পর শিশুর ওজন ছিল ২.৯ কেজি।

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version