টোকিও প‍্যারালিম্পিক্সে সেমিফাইনালে ভাবিনাবেন প‍্যাটেল

টোকিও প‍্যারালিম্পিক্সে (Tokyo Paralympics) সেমিফাইনালে ভাবিনাবেন প‍্যাটেল (Bhavnaben Patel)। শুক্রবার ক্লাস ফোর টেবিল টেনিসের কোয়ার্টার ফাইনালে তিনি হারালেন সার্বিয়ার বরিস্লাভা রানকোভিচ পেরিচকে। ম‍্যাচের ফলাফল ১১-৫, ১১-৬, ১১-৭।

এদিন শুরু থেকেই ম‍্যাচের হ্রাস নিজের হাতে রাখেন ভাবিনাবেন। টোকিওতে অসাধারণ টেবিল টেনিসে একের পর এক চমক রাখছেন তিনি। ভারতের প্রথম মেয়ে হিসেবে প্যারালিম্পিক্সে টেবিল টেনিসের সেমিফাইনালে উঠে ইতিহাস গড়লেন ভাবিনাবেন। এই জয়ের ফলে ভারতকে পদক জয়ের স্বপ্ন দেখাচ্ছেন এই প্যাডলার।

আরও পড়ুন:টি-২০ ক্রিকেটে সাত উইকেট নিয়ে রেকর্ড গড়লেন নেদারল্যান্ডসের ফ্রেডেরিক ওভারডিক