Friday, November 7, 2025

ত্রিপুরায় সংখ্যাগরিষ্ঠতা হারাচ্ছে BJP, মানুষের সমর্থনেই ক্ষমতায় আসব: তৃণমূল নেতৃত্ব

Date:

তৃণমূল ছাত্র পরিষদের(TMCP) প্রতিষ্ঠা দিবসের দিন ফের একবার ত্রিপুরায়(Tripura) আক্রান্ত হয়েছেন তৃণমূল নেতৃত্বরা(TMC leaders)। সেই ঘটনার পর বিকেলের সাংবাদিক বৈঠক করে বিজেপিকে তোপ দাগার পাশাপাশি তৃণমূল জানালো ত্রিপুরায় সংখ্যাগরিষ্ঠতা হারাচ্ছে বিপ্লব দেবের সরকার। তবে মানুষের সমর্থন নিয়েই যে তৃণমূল ত্রিপুরায় ক্ষমতায় আসবে এদিন সে বার্তাও দিলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন(Shantanu Sen) ও তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ(Kunal Ghosh)।

এদিনের সাংবাদিক বৈঠকে শান্তনু সেন বলেন, আজ তৃণমূল নেতা-কর্মীদের ওপর যে ধরনের পাশবিক ও দানবিক হামলা চলেছে তা গোটা দেশ দেখেছে। মুজিবুর রহমানের বাড়িতে মুখ ঢেকে নৃশংস হামলা চালিয়েছে বিজেপির গুন্ডারা। পাশাপাশি গতকাল সোলাঙ্কির ওপর হামলার প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, আমাদের একজন নেত্রীর ওপর তার নিজের কলেজে হামলা চালালো বিজেপির গুন্ডারা তাকে অপহরণ করা হলো শুধু তাই নয় পুলিশের এসডিপিও-কেও বিজেপি ছাড়েনি। তাকেও অপমান করেছে। এই ঘটনাই প্রমাণ করে এখানে মানুষ বিজেপির শাসনে কতটা ভয়ে আছে। এখানকার মানুষ চাইছে তৃণমূলকে। বহু বিধায়ক তৃণমূলের সঙ্গে যোগাযোগ করছেন। পরিস্থিতি যা তাতে সংখ্যাগরিষ্ঠতা হারাবে এই সরকার। যদিও তৃণমূল মানুষের সমর্থন নিয়েই ত্রিপুরাতে সরকার গড়বে।

আরও পড়ুন:জঙ্গলরাজ চলছে, সব তুলে রাখছি আমরা: বাঁধারঘাট পৌঁছে BJP-কে হুঁশিয়ারি কুণালের

পাশাপাশি কুণাল ঘোষ বলেন, আইন-শৃংখলার অবনতির পাশাপাশি হামলা ও মামলা এই নীতি নিয়ে চলছে বিজেপি সরকার। আজ ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে তৃণমূলের মিছিল মানুষের স্বতঃস্ফূর্ত যোগদানে আমরা অভিভূত। আমরা শুধু ত্রিপুরার মানুষকে বলবো, মানুষের উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায় যা করছেন কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী, লক্ষীর ভান্ডারের মত সমস্ত প্রকল্প পশ্চিমবঙ্গে আছে সব ত্রিপুরাতেও চালু হবে। পাশাপাশি ১০ হাজারের অধিক শিক্ষকের ছাঁটাই নিয়ে যে সমস্যা সেটাও মানবিকভাবে দেখবে তৃণমূল সরকার। এর পাশাপাশি কুণাল ঘোষ আরও বলেন, নির্বাচনের আগেই এরাজ্যে সংখ্যালঘু হয়ে যাবে বিপ্লব দেবের সরকার। এখানকার বহু নেতৃত্ব কলকাতা যাচ্ছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করছেন। বৈঠক চলছে বৈঠক চলবে। যারা আসতে চাইছেন সকলকে স্বাগত। তবে ত্রিপুরাতে আমরা সরকার গড়ব মানুষের সমর্থন নিয়েই।

 

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version