ভারত-ইংল্যান্ড( India-England) তৃতীয় টেস্টে দ্বিতীয় ইনিংসে দুরন্ত ক্যামব্যাক করে ভারতীয়( India) দল। চেতেশ্বর পুজারার( Cheteshwar Pujara) ব্যাটিং-এ ভর করে লিডসে লড়াইয়ে ফেরে বিরাট কোহলির( Virat kohli) দল। ৯১ রানে অপরাজিত পুজারা। দীর্ঘদিন পর ব্যাটে রান পেলেন তিনি। পুজারার ব্যাট নিয়ে এবার মুখ খুললেন রোহিত শর্মা। বললেন আমরা ওর ক্ষমতা জানি।

শুক্রবার লিডসে দ্বিতীয় ইনিংসে কে এল রাহুল আউট হতেই রোহিতকে যোগ্য সঙ্গত দেন পুজারা। ম্যাচ শেষে পুজারার ব্যাটিং নিয়ে রোহিত বলেন,” রান করার মানসিকতা নিয়েই নেমেছিল পুজারা। ম্যাচ বাঁচাতে সময় নষ্ট করার মানসিকতা ছিল না আমাদের। রান করব বলেই নেমেছিলাম। পুজারাও সেটাই করে দেখিয়েছে। খারাপ বল পেলেই মেরেছে। কোনও খারাপ বল ছেড়ে দেয়নি ও। আমরা ৩০০ রানে পিছিয়ে ছিলাম সেই অবস্থা থেকে ও যে ভাবে ব্যাট করল তা দেখার মতো। এই ব্যাটিং বুঝিয়ে দিল ওর চরিত্র, মানসিক ক্ষমতা।”

দীর্ঘদিন ধরে ব্যাটে রান পাচ্ছিলেন না পুজারা। তাকে দলে নেওয়া নিয়ে উঠছিল অনেক প্রশ্ন। এই নিয়ে রোহিত বলেন,” যা কথা হওয়ার সব বাইরে হচ্ছিল। আমাদের সাজঘরে কোনও কথা হয়নি। আমরা জানি পুজারার ক্ষমতা, ওর অভিজ্ঞতা। কোনও কথাই হয়নি ওর রান না পাওয়া নিয়ে। শেষ কয়েকটা ইনিংসে পুজারা হয়তো রান পায়নি, তবে লর্ডসে আমরা দেখেছি অজিঙ্কে রাহানের সঙ্গে ওর জুটি। অস্ট্রেলিয়ায় ওর খেলা ইনিংসগুলি ভুলে গেলে চলবে না।”

আরও পড়ুন:টোকিও প্যারালিম্পিক্সে ফাইনালে ভাবিনাবেন প্যাটেল

