ত্রিপুরা: সুবল ভৌমিকের হাত ধরে বিভিন্ন দল থেকে তৃণমূলে যোগ দিলেন ৫৪ জন নেতা-কর্মী

তৃণমূল ছাত্র পরিষদের(TMCP) প্রতিষ্ঠা দিবসের দিন শনিবার ত্রিপুরায় বিজেপি(BJP) আশ্রিত দুষ্কৃতীদের হামলার শিকার হয়েছিল তৃণমূল(TMC) নেতৃত্ব। সেই ঘটনার পর রবিবার ত্রিপুরার বিভিন্ন দল থেকে তৃণমূলে যোগ দিলেন ৫৪ জন নেতৃত্ব। তৃণমূল নেতা সুবল ভৌমিকের(Subal bhowmik) বাড়িতে এদিন এই যোগদান অনুষ্ঠান সম্পন্ন হয়। ৫৪ জনের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের তৃণমূলে স্বাগত জানান সুবল ভৌমিক। পাশাপাশি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের শাসক দল বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানান তিনি।

আরও পড়ুন:ধ্যানচাঁদের জন্মদিনে ‘মন কি বাত’-এ ক্রীড়া জগতে আরও উন্নতির ডাক দিলেন মোদি

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এদিন সুবল ভৌমিক বলেন, সবে এক মাস হল ত্রিপুরায় তৃণমূল রাজনৈতিক কর্মসূচি শুরু করেছে। তাতেই ভয়ে ভীত হয়ে পড়েছে বিজেপি। জায়গায় জায়গায় আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে। তবে ত্রিপুরার মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি আমরা। মানুষ চাইছে ত্রিপুরাতে তৃণমূল সরকার গড়ুক। এবং পশ্চিমবঙ্গে যে সকল জনমুখি প্রকল্প গুলি রয়েছে তা ত্রিপুরাতেও লাগু হোক। বিপ্লব দেবের সরকার গত সাড়ে তিন বছরে রাজ্যটাকে অনেকখানি পিছিয়ে দিয়েছে। সরকারের বিরুদ্ধে কেউ কথা বললে তার ওপর হামলা চালানো হচ্ছে। বিপ্লব দেবের আমলে এই রাজ্য ‘জঙ্গলরাজে’ পরিণত হয়েছে। শুধু তাই নয় সুভাষ ভৌমিক আরো বলেন, যেভাবে আমাদের নেতৃত্বের ওপর হামলা চালানো হচ্ছে এবং পুলিশ তার কোনো রকম পদক্ষেপ নিচ্ছে না তাতে আগামী দিনে আমরা আইন অমান্য আন্দোলনের পথে হাঁটার প্রস্তুতি নিচ্ছি। উল্লেখ্য এদিন ৫৪ জন নেতাকর্মী বিভিন্ন দল থেকে তৃণমূলে যোগ দেন তাদের মধ্যে অন্যতম, কংগ্রেস নেতা অমর পাল, বিজেপি নেতা প্রদীপ ভট্টাচার্য, বিশ্বনাথ রায়ের মতো নেতৃত্বরা।

advt 19

 

Previous articleধ্যানচাঁদের জন্মদিনে ‘মন কি বাত’-এ ক্রীড়া জগতে আরও উন্নতির ডাক দিলেন মোদি
Next articleফের তৃণমূলে সক্রিয় শিখা মিত্র, ঘাসফুল শিবিরে আনুষ্ঠানিক যোগদান!