মাদককাণ্ডে জড়িত থাকার অভিযোগে এবার বলি অভিনেতা আরমান কোহলিকে(Arman Kohli) গ্রেপ্তার করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো(এনসিবি)। সংবাদ সংস্থা সূত্রে খবর রবিবার সকালে ওই অভিনেতার মুম্বইয়ের বাড়িতে হানা দেয় এনসিবি সদস্যরা। বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার হয় নিষিদ্ধ মাদক। এরপরই গ্রেফতার(Arrest আরমানকে।

প্রসঙ্গত গত শনিবার অজয় রাজু সিং নামে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছিল এনসিবি(NCB)। তাকে জেড আর পরে উঠে আসে আরমান কোহলির নাম। এরপরই আরমানের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়, মাদক উদ্ধার হতেই প্রথমে আটক ও পরে গ্রেফতার করা হয় ‘জানি দুশমন’, ‘প্রেম রতন ধন পায়ো’র মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করা ওই বলিউড অভিনেতাকে।

আরও পড়ুন:কাপিসা প্রদেশ দখল করতে গিয়ে বড়সড় ধাক্কা খেল তালিবান
উল্লেখ্য, বলিউডের মাদক যোগ অবশ্য নতুন নয়। সম্প্রতি মাদক কাণ্ডে গ্রেফতার করা হয়েছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা গৌরব দীক্ষিতকে। গত এপ্রিল মাসে আরেক অভিনেতা এজাজ খান এবং আরও কিছুজনকে জিজ্ঞাসাবাদ করার সময়েই গৌরবের নাম সামনে এসেছিল।
