Thursday, January 15, 2026

কৃষকদের মাথা থেকে ঝরে পড়ছে রক্ত,নেটমাধ্যমে ভিডিয়ো ভাইরাল হতেই নিন্দায় সরব বিরোধীরা

Date:

Share post:

হরিয়ানার কার্নাল জেলায় কৃষকদের বিক্ষোভের উপর লাঠিচার্জের প্রতিবাদে আরও তীব্র হয়ে উঠল আন্দোলন। কৃষকদের উপর লাঠিচার্জের ভিডিয়ো কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। লাঠিচার্জের প্রতিবাদ জানিয়ে রাহুল গান্ধী টুইটে লেখেন, ‘‘আরও একবার কৃষকদের রক্ত ঝরল। লজ্জায় ভারতের মাথা হেঁট হয়ে যাচ্ছে।’’ হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিংহ হুডা বলেন, ‘‘বর্বরোচিত আক্রমণ। বিজেপির সভাস্থল থেকে ১৫ কিলোমিটার দূরে শান্তিপূর্ণ ভাবে বিক্ষোভ দেখাচ্ছিলেন চাষিরা। তাঁদের উপরে যে ভাবে আক্রমণ হল, তার নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার।’’ কৃষকদের উপর লাঠিচার্জের নিন্দা করেছেন শীর্ষ কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা। তাঁর কথায়, “আপনি হরিয়ানভিদের হৃদয়ে আঘাত করেছেন খট্টর সাহাব। কৃষকদের এই রক্ত বৃথা যাবে না। নতুন প্রজন্ম আপনাকে তার উত্তর দেবে।”অন্যদিকে রবিবার বিষয়টির তীব্র নিন্দা করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

শনিবার কার্নালের মহকুমা শাসক আয়ুষ সিনহা পুলিশদের লাঠিচার্জের নির্দেশের ভিডিয়ো ভাইরাল হয়। ভিডিয়োতে তাঁকে বলতে শোনা যায়, ‘আপনাদের কাছে একটা বিষয় স্পষ্ট করে দিতে চাই। যাঁরা নিরাপত্তা বেষ্টনী ভেঙে এগোনোর চেষ্টা করবেন, তিনি যে-ই হন না কেন, যেখানকারই হন না কেন, তাঁদের কোনও ভাবেই ছাড় দেওয়া যাবে না।’ এর পরই হুঁশিয়ারির সুরে তাঁকে বলতে শোনা যায়, ‘কোনও নির্দেশের অপেক্ষা করার দরকার নেই। এমন পরিস্থিতি এলে হাতে লাঠি তুলবেন এবং সজোরে আঘাত করবেন। যদি কোনও আন্দোলনকারী নিরাপত্তা বেষ্টনী ভেঙে বেরিয়েও আসেন, আমি যেন দেখতে পাই তাঁর মাথা রক্তাক্ত।’ ভিডিয়ো প্রকাশ্যে আসতেই সমালোচনার মুখে পড়ে হরিনায়া সরকার। এমনকি ঘটনার তীব্র নিন্দা করেন বিজেপি সাংসদ বরুণ গান্ধীও। তিনি সেই ভিডিয়ো টুইটারে শেয়ার করে বলেন, ‘মনে হয় এই ভিডিয়োটি এডিট করে ছাড়া হয়েছে। তবে যদি সত্যিই এমন হয়ে থাকে, তা হলে ভারতের মতো গণতান্ত্রিক দেশে নাগরিকদের সঙ্গে এ ধরনের আচরণ অত্যন্ত নিন্দনীয়।’

advt 19

spot_img

Related articles

বৃহস্পতির সকালে শীত-কুয়াশার ওপেনিং ইনিংস, আগামী সপ্তাহে বাড়বে তাপমাত্রা 

পৌষের শীতের (Winter)হাড় কাঁপানো অনুভূতি মাঘের প্রথম সকালেও টের পাওয়া যাচ্ছে। তবে ভোরের দিকে হাওয়া একটু কম হওয়ায়...

১০০ দিনের টাকা আটকে রাখা যাবে না: হাইকোর্ট

বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের প্রতিহিংসার রাজনীতিতে দীর্ঘদিন ধরে বাংলার প্রাপ্য টাকা আটকে কালকে রয়েছে। ১০০ দিনের বকেয়া কাজের...

রাজ্যের ডিজিপি-কলকাতার পুলিশ কমিশনারকে সাসপেন্ড করার আর্জি নিয়ে শীর্ষ আদালতে ইডি

আইপ্যাক অফিসে তল্লাশি মামলায় (ED raid in ipac office) সুপ্রিম শুনানির দিন নতুন আবেদন নিয়ে হাজির হল এনফোর্সমেন্ট...

যুদ্ধকালীন পরিস্থিতি ইরানে, আকাশসীমা বন্ধ খামেনেইয়ের দেশের!

একদিকে দেশজুড়ে বিক্ষোভ অন্যদিকে ক্রমাগত ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) চোখরাঙানি- দুয়ের জেরে পিছু হটতে বাধ্য হলো ইরান (Iran)!...