Sunday, May 4, 2025

হরিয়ানায় আন্দোলনরত কৃষকদের ওপর পুলিশের লাঠিচার্জ, মোদিকে তীব্র আক্রমণ জহর সরকারের

Date:

হরিয়ানায় আন্দোলনরত কৃষকদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ জহর সরকার। হরিয়ানায় কৃষকদের ওপর পুলিশের লাঠিচার্জের ভিডিও শেয়ার করে প্রসার ভারতীর প্রাক্তন সিইও জহর সরকার লিখেছেন, ‘মোদি মন কি বাতে মিষ্টি মিষ্টি কথা বলেন, আর তাঁর পুলিশ নির্দয়ভাবে হরিয়ানার কর্ণালে কৃষকদের উপর হামলা করে!’

শনিবার হরিয়ানা পুলিশ কর্ণালের ঘরাউন্ডা টোল প্লাজায় বিক্ষোভরত কৃষকদের বেধড়ক মারধর করে। রক্তাক্ত কৃষকদের ছবি-ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। কৃষক সংগঠনগুলির অভিযোগ, কর্ণালে শান্তিপূর্ণ প্রতিবাদ করছিলেন কৃষকরা। তা সত্ত্বেও তাঁদের উপর নির্মমভাবে লাঠিচার্জ করা হয়েছে। একশোর বেশি কৃষককে গ্রেফতার করেছে পুলিশ। ভারতীয় কিষাণ ইউনিয়নের হরিয়ানার প্রধান গুরনাম সিং চধুনি কৃষকদের কাছে আবেদন করে বলেন, “যতক্ষণ পর্যন্ত গ্রেফতার হওয়া কৃষকদের হরিয়ানা পুলিশ মুক্তি না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত রাস্তা অবরোধ চালিয়ে যান।”

আরও পড়ুন-কাবুল বিমানবন্দর সিল করল তালিবান! আটকে ২০ জনের বেশি ভারতীয়

এদিন কৃষকদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদ জানিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী টুইটে লেখেন, “আরও একবার কৃষকদের রক্ত ঝরল। লজ্জায় ভারতের মাথা হেঁট হয়ে যাচ্ছে।” জানা গিয়েছে, শনিবার হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর তাঁর নিজের নির্বাচনী এলাকা কর্ণালে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল। কৃষকরা তাঁর সফরের প্রতিবাদ করতেই ওই এলাকায় জমায়েত করেছিলেন। তখনই তাঁদের ওপর লাঠিচার্জ করা হয়।

 

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version