Wednesday, November 12, 2025

সুস্থ হয়ে ফের নব উদ্যমে লড়াইয়ের ময়দান ত্রিপুরায় জয়া

Date:

ত্রিপুরার(Tripura) মাটিতে বিজেপির(BJP) দ্বারা আক্রান্ত হয়েছিলেন তিনি। আইনি লড়াইয়ের পর খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee) তাঁকে নিয়ে এসেছিলেন। কলকাতায় এসএসকেএমের চিকিৎসার পর অবশেষে ফের লড়াইয়ের ময়দান ত্রিপুরায় এলেন তৃণমূলের নেত্রী(TMC) জয়া দত্ত(Jaya Dutta)। ত্রিপুরায় ফিরেই তিনি জানিয়ে দিলেন, “বারবার আসা যাওয়া চলতে থাকবে আমাদের। কেউ আটকাতে পারবে না। জানি আবার মামলা করবে। তাতে কিছু যায় আসেনা। যতই আমাদের ওপর পরিকল্পিত অত্যাচার করুক। আমাদের আটকানো যাবে না।”

বিজেপির বিরুদ্ধে ত্রিপুরায় তৃণমূল নেতা দেবাংশু-জয়া-সুদীপের আন্দোলন নজর কেড়েছে মানুষের। তৃণমূল চাইছে দলের এই তিন যুব নেতৃত্ব ত্রিপুরাতে লড়াই চালিয়ে যাক। আদালত থেকে ছাড়িয়ে আনার পর এই নেতৃত্বদের প্রতি খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উষ্ণ অভ্যর্থনা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ট্রেন্ড। জয়ার পাশাপাশি শীঘ্রই ত্রিপুরাতে প্রয়োজনে আসবেন সুদীপও। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে গিয়েছেন, দলের নেতা-কর্মীদের, তিনি এখন থেকে নিয়মিত আসবেন ত্রিপুরায়। আর দলের যে সব কর্মী আন্দোলন করছে তাদের রক্ষা করার দায়িত্ব তার। কাউকে লড়াইয়ের জমি ছেড়ে যেতে বারণ করেছেন অভিষেক। অভিষেকের এহেন বার্তায় রীতিমতো উৎসাহিত তৃণমূল কর্মীরা। দলীয় নেতৃত্বের নির্দেশ মেনে রবিবারই ত্রিপুরাতে পা রেখেছেন জয়া দত্ত।

অন্যদিকে শনিবার বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হওয়ার পর রাতেই কলকাতায় নিয়ে আসা হয় শুভঙ্কর দেবকে। তৃণমূলের অভিযোগ, ত্রিপুরাতে ঠিকমতো চিকিৎসা হয়নি, সেকারণে বিশেষ বিমানে ত্রিপুরা থেকে কলকাতায় উড়িয়ে আনা হয়েছে।

 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version