Wednesday, May 7, 2025

ত্রিপুরার(Tripura) মাটিতে বিজেপির(BJP) দ্বারা আক্রান্ত হয়েছিলেন তিনি। আইনি লড়াইয়ের পর খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee) তাঁকে নিয়ে এসেছিলেন। কলকাতায় এসএসকেএমের চিকিৎসার পর অবশেষে ফের লড়াইয়ের ময়দান ত্রিপুরায় এলেন তৃণমূলের নেত্রী(TMC) জয়া দত্ত(Jaya Dutta)। ত্রিপুরায় ফিরেই তিনি জানিয়ে দিলেন, “বারবার আসা যাওয়া চলতে থাকবে আমাদের। কেউ আটকাতে পারবে না। জানি আবার মামলা করবে। তাতে কিছু যায় আসেনা। যতই আমাদের ওপর পরিকল্পিত অত্যাচার করুক। আমাদের আটকানো যাবে না।”

বিজেপির বিরুদ্ধে ত্রিপুরায় তৃণমূল নেতা দেবাংশু-জয়া-সুদীপের আন্দোলন নজর কেড়েছে মানুষের। তৃণমূল চাইছে দলের এই তিন যুব নেতৃত্ব ত্রিপুরাতে লড়াই চালিয়ে যাক। আদালত থেকে ছাড়িয়ে আনার পর এই নেতৃত্বদের প্রতি খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উষ্ণ অভ্যর্থনা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ট্রেন্ড। জয়ার পাশাপাশি শীঘ্রই ত্রিপুরাতে প্রয়োজনে আসবেন সুদীপও। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে গিয়েছেন, দলের নেতা-কর্মীদের, তিনি এখন থেকে নিয়মিত আসবেন ত্রিপুরায়। আর দলের যে সব কর্মী আন্দোলন করছে তাদের রক্ষা করার দায়িত্ব তার। কাউকে লড়াইয়ের জমি ছেড়ে যেতে বারণ করেছেন অভিষেক। অভিষেকের এহেন বার্তায় রীতিমতো উৎসাহিত তৃণমূল কর্মীরা। দলীয় নেতৃত্বের নির্দেশ মেনে রবিবারই ত্রিপুরাতে পা রেখেছেন জয়া দত্ত।

অন্যদিকে শনিবার বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হওয়ার পর রাতেই কলকাতায় নিয়ে আসা হয় শুভঙ্কর দেবকে। তৃণমূলের অভিযোগ, ত্রিপুরাতে ঠিকমতো চিকিৎসা হয়নি, সেকারণে বিশেষ বিমানে ত্রিপুরা থেকে কলকাতায় উড়িয়ে আনা হয়েছে।

 

Related articles

রাষ্ট্রসঙ্ঘের দফতরের বাইরে পাক মিসাইল! প্রত্যাঘাতে ১১ ভারতীয় হত্য়া

অপারেশন সিন্দুর সফল করার পরই পাকিস্তানের প্রত্যাঘাতের আশঙ্কায় একাধিক বৈঠক চলছে ভারতে। অন্যদিকে পাকিস্তানও সীমান্তে আঘাতের পরিমাণ বাড়িয়ে...

২৮ সদস্যের সম্ভাব্য দল ঘোষণা ভারতের, প্রস্তুতি হবে কলকাতায়

ভারতীয় দলে(Indian Football Team) এবার মোহনবাগানের(MBSG) আরও এক ফুটবলর। এএফসি এশিয়ান কাপের(AFC Asian Cuo) যোগ্যতা অর্জন পর্বের জন্য...

বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস!

সকালে গরমের দাবদাহ কাটিয়ে বুধের বিকেলেই বৃষ্টি ভেজার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গবাসীর। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে...

২ মহিলা সেনা ব্যোমিকা-সোফিয়ার কৃতিত্বের খতিয়ান

পহেলগামে সন্ত্রাসবাদী হামলার জবাবে ভারতের 'অপারেশন সিন্দুর'। পাক অধিকৃত কাশ্মীরে (Kashmir) এয়ার স্ট্রাইকের সেই বিবৃতি সংবাদ মাধ্যমের সামনে...
Exit mobile version