Saturday, August 23, 2025

মাঠে নামলো না এটিকে মোহনবাগান, মঙ্গলবার অনিশ্চিত এসসি ইস্টবেঙ্গল, ক্ষুব্ধ আইএফএ

Date:

জল্পনাই সত‍্যি হল। বলা ভালো যা সম্ভাবনা ছিল তেমনই হতে চলেছে শেষ পর্যন্ত। রবিবার কলকাতা লিগে( Klkata League) মাঠে নামলো না এটিকে মোহনবাগান( Atk Mohunbagan)। সম্ভাবনা যা বাগান ব্রিগেডের পর, এবার এসসি ইস্টবেঙ্গলেরও ( Sc eastbengal) কলকাতা লিগে খেলা সম্ভব কম। ফলে দুই প্রধানকে ছাড়াই চলতি বছর আয়োজিত কলকাতা লিগ। যার ফলে করোনাকালে কলকাতা ময়দানে ঘরোয়া লিগের আকর্ষণ একেবারেই ফিকে।

সূচি অনুযায়ী রবিবার কলকাতা লিগে মাঠে নামার কথা ছিল এটিকে মোহনবাগানের।  কল্যাণীতে তাদের প্রতিপক্ষ ছিল জর্জ টেলিগ্রাফ। কিন্তু এদিন মাঠে নামলো না বাগান ব্রিগেড। ম‍্যাচ কমিশনার এবং রেফারি জর্জ টেলিগ্রাফকে নিয়ে ম্যাচ শুরু হওয়ার নির্ধারিত সময়ের পর ১৫ মিনিট অপেক্ষা করে। তারপর মাঠ ছাড়েন সকলেই। এরপরই ঠিক হয় ম্যাচ কমিশনার গোটা বিষয়টি লিগ কমিটিকে পাঠাবে। সেই রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেবে লিগ কমিটি।

দল না নামানো নিয়ে এটিকে মোহনবাগানের এক কর্তা বলেন,”ফুটবলার না থাকায় আমরা খেলতে পারছি না। সেটা আমরা আগেই আইএফএকে জানিয়ে দিয়েছিলাম। শনিবার রাতেও আমরা চিঠি পাঠিয়েছি। ফুটবলারদের মধ্যে অনেকেই জাতীয় দলের শিবিরে রয়েছেন। এএফসি কাপের পরের রাউন্ডেও খেলতে যাবে দল। তাই আমরা যোগ দিতে পারছি না কলকাতা লিগে।”

তবে এই বিষয়টি সহজে মেনে নিতে পারছে না আইএফএ। এটিকে মোহনবাগান কর্তাদের আচরণে ক্ষুব্ধ আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়। তিনি বললেন, “এ ভাবে চলতে থাকলে বাংলার ফুটবলের ক্ষতি হবে। এটা বুঝতে হবে দুই প্রধানকেই। ভবিষ্যতে দুই প্রধানকে আইএফএ-র দ্বারস্থ হতে হবে। তখন সমস্যায় পড়তে হতে পারে দুই ক্লাবকে।”

এদিকে সূচি অনুযায়ী মঙ্গলবার কলকাতা লিগে লাল-হলুদের প্রথম ম্যাচ। কিন্তু পরিস্থিতি যা, তাতে ঘরোয়া লিগে খেলার সম্ভাবনা নেই এসসি ইস্টবেঙ্গলের।

আরও পড়ুন:ব্রোঞ্জ পদক জয়ী বিনোদ কুমারকে শুভেচ্ছা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ‍্যমন্ত্রীর

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version