Monday, August 25, 2025

‘অসমে রেড কার্পেটে দিদিকে স্বাগত’, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার (Himanta Biswa Sharma) এই মন্তব্যের কড়া জবাব দিল তৃণমূল। হিমন্তকে কটাক্ষ করে তৃণমূলের বক্তব্য, অসম এবং ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসকে প্রবল প্রতিপক্ষ হিসাবে উঠে আসতে দেখে আতঙ্কে এসব কথা বলছেন হিমন্ত। তিনি বুঝতে পারছেন, অসমেও তাঁদের দিন ফুরিয়ে আসছে।

পার্টির সক্রিয় কর্মী ও প্রাক্তন বিধায়কের মৃত্যুর পর তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাতে রবিবার শিলিগুড়ির লেকটাউনে আসেন হিমন্ত। সেখানেই মন্তব্য করেন, ‘দিদির যা ভোটব্যাঙ্ক তাতে দিদি অসমে এলে কংগ্রেসের ভোটই ভাগাভাগী হবে। কাজেই মমতা বন্দ্যোপাধ্যায় যতই ত্রিপুরা-অসম যাবেন বিজেপির জন্য সেটি লাভের সঙ্কেত।’ হিমন্তর সঙ্গে অসমের বিজেপি রাজ্য সভাপতি ও দলের অন্য কর্মীরাও ছিলেন। হিমন্তর মন্তব্যের জবাবে তৃণমূল কংগ্রেসের পক্ষে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। বলা হয়েছে, ভয় পেয়ে গিয়ে হিমন্ত এমন উল্টোপাল্টা বকছেন।

আরও পড়ুন- দলের জমি বিক্রি! শাস্তির মুখে পড়তে চলেছেন সিপিএমের রবীন রাই?

একদিকে ত্রিপুরায় বিজেপি সরকার তৃণমূল কংগ্রেস নেতা-কর্মীদের ওপর হামলা ও সন্ত্রাস চালাচ্ছে। ওরা বুঝে ফেলেছে যে, ওদের ক্ষমতায় থাকার মেয়াদ ফুরিয়ে এসেছে। উনি যে ভোটভাগের কথা বলছেন, সেই ভোট ভাগাভাগির কোনো প্রশ্নই নেই। অসম ও ত্রিপুরায় ভোট ভাগাভাগি নয়, লড়াই সরাসরি হবে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের। বিজেপিকে কীভাবে শিক্ষা দেওয়া যায়, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস তা দেখিয়ে দিয়েছে। উনি যে অঙ্কের কথা বলছেন, সেই অঙ্ক তাই কোনওদিনই মিলবে না।

 

Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...
Exit mobile version