Tuesday, November 11, 2025

বিক্ষোভের জেরে ঘরবন্দি উপাচার্য, স্থগিত করা হলো বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া

Date:

টানা তিন দিন ধরে বিক্ষোভের জেরে নিজের বাসভবনে বন্দি বিশ্বভারতীর(Vishva Bharati University) উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী(Vidyut Chakravarti)। তার জেরেই ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তির প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দিল বিশ্ববিদ্যালয়। সোমবার এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যদিও এই বিজ্ঞপ্তিতে কোন সই নেই, তাই প্রশ্ন উঠছে এই বিজ্ঞপ্তির বিশ্বাসযোগ্যতা নিয়েও।

আরও পড়ুন:জন্মাষ্টমীতে বেলুড়মঠে কাঠামো পুজো , শুরু হয়ে গেল দেবী দুর্গার আবাহন

সম্প্রতি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ৩ পড়ুয়াকে ৩ বছরের জন্য বরখাস্ত করেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। পাশাপাশি পদার্থ বিজ্ঞানের দুই অধ্যাপক পীযুষকান্তি ঘোষ ও অরণি চক্রবর্তীকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাসপেন্ড করা হয়। হঠাৎ এহেন বরখাস্তের ঘটনায় কার্যত ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়া ও অভিভাবকদের একাংশ। কেন বরখাস্ত করা হলো তা জানতে চেয়ে শুরু হয় আন্দোলন। উপাচার্যের বাড়ির বাইরে চলছে আন্দোলন কর্মসূচি। যদিও কেন বরখাস্ত করা হয়েছে তা নিয়ে কোনো মন্তব্য করেননি উপাচার্য। তবে আন্দোলনে অনড় পড়ুয়ারা। রবিবার সকালে উপাচার্যের বাসভবনের বাইরে পোস্টার টাঙানোকে কেন্দ্র করে এক দফা অশান্তি হয় নিরাপত্তারক্ষীদের সঙ্গে পরিস্থিতি হাতাহাতির পর্যায়ে পৌঁছয়। টানা তিন দিন ধরে উপাচার্য ঘরবন্দি থাকার জেরে এবার বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়া বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল অনির্দিষ্টকালের জন্য। যদিও এই নির্দেশিকায় কোনরকম স্বাক্ষর না থাকায় প্রশ্ন উঠছে নির্দেশিকার বিশ্বাসযোগ্যতা নিয়ে।

 

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version