তৃণমূল সুপ্রিমোর প্রশংসায় পঞ্চমুখ বিজেপি নেতা জয়, কী বললেন তিনি?

বাংলায় বিধানসভা ভোটে ধরাশায়ী হওয়ার পর থেকেই বেসুরো গাইছেন অনেক বিজেপি (Bjp) নেতাই। কেউ কেউ সরাসরি পদ্ম ছেড়ে হাতে নিয়েছেন জোড়া ফুলের পতাকা। অনেকের ভাবগতিক পা বাড়িয়ে থাকার মতো। যাঁরা আছেন, তারাও সময়-অসময় গেরুয়া শিবিরের নিন্দা করছেন। পাশাপাশি স্তুতি গাইছেন তৃণমূল (Tmc) নেত্রী থাথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay)। একই কথা শোনা গেল বিজেপি (Bjp) নেতা জয় বন্দ্যোপাধ্যায়ের (Joy Bandopadhyay) মুখে। সোমবার, রাজ্য শিক্ষামন্ত্রী তথা তৃণমূল নেতা ব্রাত্য বসুর (Bratya Basu) হাত ধরে তৃণমূলে ফিরেছেন বিধায়ক তন্ময় ঘোষ (Tanmay Ghosh)। এরপরই ভিডিও বার্তায় দলের প্রতি ক্ষোভ উগরে দেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। বলেন, “ফের প্রমাণিত হল বিজেপির হোমওয়ার্কের কোনও ধারণা নেই”। ভোটের আগে কেন তন্ময়কে নেওয়া হল এবং প্রার্থী করা হল তাই নিয়েও প্রশ্ন তোলেন জয় বন্দ্যোপাধ্যায়। এরপরই নাম না করে দলের সাংসদ সৌমিত্র খাঁকে (Soumitra Khan) কটাক্ষ করেন বিজেপি নেতা। বলেন, “বিষ্ণুপুরে আমাদের এক নেতা আছেন, তিনি সব দলেই ছিলেন। ওনার নাকি অগাধ জ্ঞান। উনিও কোনও ধারণাই করতে পারেননি যে এমনটা হবে।”

আরও পড়ুন- হারের দায় স্বীকার করতে মেরুদণ্ড লাগে, সৎসাহস নেই বিজেপির! বিস্ফোরক টুইট তথাগতর

এরপরই জয় বন্দ্যোপাধ্যায়ের মুখ তৃণমূল সুপ্রিমোর প্রশংসা। বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় শক্ত হাতে পরিস্থিতি সামলেছেন। কিন্তু বিজেপিকে মনে রাখতে হবে আমাদের দলে কোনও মমতা বন্দ্যোপাধ্যায় নেই।”

এই ভিডিও-তে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন জয়। বলেন, “রাজ্যে ভালো নেতা পাঠান। অযোগ্য লোককে দায়িত্ব দিচ্ছেন। এভাবে চলতে পারে না”।

advt 19