Monday, August 25, 2025

জিতেও ব্রোঞ্জ পদক হাতছাড়া হল ভারতের প্যারা ডিসকাস থ্রোয়ার বিনোদ কুমারের ৷ রবিবার প্যারা অলিম্পিকসে পুরুষদের ডিসকাস থ্রোয়ের F৫২ ফাইনালে ব্রোঞ্জ জেতেন ৪১ বছরের বিনোদ ৷ কিন্তু শারীরিক প্রতিবন্ধকতার শ্রেণিবিন্যাস সংক্রান্ত বিতর্কের জেরে পদক দেওয়া হয়নি তাঁকে ৷ অন্য এক প্রতিযোগী ডিসকাস থ্রোয়ের F৫২ বিভাগে বিনোদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন ৷ অভিযোগ পেয়ে প্যারা অলিম্পিকস কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছিল, পদক দেওয়ার আগে বিষয়টি পর্যালোচনা করা হবে ৷ সোমবারে সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার কথা বলেছিল কর্তৃপক্ষ ৷ সেইমতো আজ তারা জানিয়েছে, ডিসকাস থ্রোয়ের F৫২ বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা নেই বিনোদের ৷ তাই ব্রোঞ্জ পদক পাচ্ছেন না তিনি ৷

আরও পড়ুন- ত্রিপুরায় মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের কেন্দ্রেই বিজেপি-তে বড়সড় ভাঙন ধরালো তৃণমূল

প্রায় প্রতিদিনই একের পর এক ভারতীয় খেলোয়াড় পদক জিতছেন ৷ সোমবার ইতিহাস গড়ে দেশের প্রথম মহিলা হিসেবে প্যারালিম্পিকসে সোনা জিতেছেন অবনী লেখারা ৷ জ্যাভলিন থেকে সোনা, রূপো, ব্রোঞ্জ তিনটিই এসেছে ৷ কিন্তু এই খুশির আবহের ভাটা পড়ল ডিসকাস থ্রোয়ার বিনোদ কুমারের পদক কেড়ে নেওয়ার ঘটনা৷

সোমবার বিকেলের প্যারা অলিম্পিকস কমিটি জানিয়ে দেয় প্রতিবন্ধকতার শ্রেণিবিন্যাস সংক্রান্ত পর্যালোচনার পর পুরুষদের ডিসকাস থ্রোয়ের F৫২ বিভাগে বিনোদ কুমারের জেতা পদক কেড়ে নেওয়া হয়েছে ৷

বিতর্কের সূত্রপাত রবিবার । কারণ,  F৫২ বিভাগে তাঁরাই অংশ নিতে পারেন যাঁদের মাংসপেশী দুর্বল, হাঁটাচলায় সমস্যা, হাতে সমস্যা রয়েছে বা দুটি পায়ের দৈর্ঘ্য অসমান ৷ এছাড়া মেরুদণ্ডের সমস্যা, ঘাড়ের সমস্যা, অঙ্গহানি ঘটলে তবেই F৫২ বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ মেলে ৷ সেই বিভাগেই ব্রোঞ্জ জেতেন বিনোদ কুমার ৷ যদিও এক বা একধিক দেশের প্রতিযোগীদের অভিযোগ, এই সমস্যাগুলির কোনওটাই নেই বিনোদ কুমারের ৷

 

Related articles

সন্তানের শিক্ষা বিদেশে, দেশের স্কুলপড়ুয়াদের ‘ভুল’ দেশি শিক্ষা দিচ্ছেন অনুরাগ!

প্রথম মহাকাশযাত্রী কে? ছোট ছোট স্কুল পড়ুয়ারা উত্তর দিয়েছিল নীল আর্মস্ট্রং (Neil Armstrong)। কিন্তু তাদের আরও ‘ঠিক’ শেখালেন...

BIG EXCLUSIVE: ‘ধূমকেতু’ সিনেমায় নায়িকাবদল, কার বদলে এলেন শুভশ্রী?

কাশীরাম দাস দেব-শুভশ্রী (Dev-Shubhashree) জুটি নিয়ে এই বিপুল প্রমোশন। 'ধূমকেতু' ছবির তুরুপের তাস এই দে-শু জুটির প্রত্যাবর্তন। অথচ, বিস্ফোরক...

দক্ষিণে বিজেপি বিরোধী রঙ বদলে দেবেন থালাপতি

মোদি ফ্যাসিবাদী। আমাদের রাজনৈতিক শত্রু হল বিজেপি। তামিলরা এই দলটার পাশে থাকবে না। বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি।২১ অগাস্ট। মাদুরাইতে অভিনেতা...

মহারাষ্ট্র পুলিশের বেপরোয়া অত্যাচার! প্রাণ গেল আরও এক বাংলার শ্রমিকের

মাত্র চার দিনে মহারাষ্ট্র পুলিশের এত অত্যাচার যে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল বাংলার পরিযায়ী শ্রমিক গোলাম মন্ডলকে। কিছুটা...
Exit mobile version