Sunday, November 16, 2025

ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মঙ্গলবার কেন্দ্র-রাজ্য গুরুত্বপূর্ণ বৈঠক

Date:

অবশেষে ঘাটাল মাস্টার প্ল্যান (Ghatal Master Plan Meet) নিয়ে কেন্দ্র-রাজ্য বৈঠক হতে চলেছে। দীর্ঘ আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বৈঠক করতে আজ, সোমবার দিল্লি গেলো রাজ্যের প্রতিনিধিরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজধানীতে গেলেব সেচমন্ত্রী সৌমেন মহাপাত্রের (Soumen Mahapatra) নেতৃত্বে মোট ৮ সদস্যের এক প্রতিনিধি দল। দুপুরের বিমানেই দিল্লি (Delhi) উড়ে যান তাঁরা। আগামীকাল, মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী ও নীতি আয়োগের সঙ্গে দেখা করবে এই প্রতিনিধি দল।

জানা গিয়েছে, মঙ্গলবার ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্রের নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান এবং কেন্দ্রের জলশক্তি মন্ত্রীর সঙ্গে বৈঠক করবে রাজ্যের সেচ মন্ত্রী সৌমেন মহাপাত্রের (Soumen Mahapatra) নেতৃত্বাধীন ৮ সদস্যের প্রতিনিধি দল। যেখানে সেচমন্ত্রী ছাড়াও রাজ্যের তরফে প্রতিনিধি হিসেবে থাকবেন মন্ত্রী মানস ভুঁইয়া, হুমায়ুন কবীর, শিউলি সাহা, শ্রীকান্ত মাহাতো, বিধায়ক জুন মালিয়া, ঘাটালের সাংসদ দেব ও রাজ্যসভার সাংসদ শুখেন্দু শেখর রায়।

সূত্রের খবর, বৈঠকের মূল আলোচ্য বিষয় ঘাটাল মাস্টারপ্ল্যান হলেও সেখানে উঠে আসতে পারে সুন্দরবন, দিঘা মাস্টারপ্ল্যান-সহ একাধিক জলাধারের প্রসঙ্গ। ইতিমধ্যেই কেন্দ্রের কাছে রাজ্যের প্রতিনিধিরা যে দাবি পেশ করবে, তা নিয়ে মুখ্যসচিবের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন সেচ দফতরের আধিকারিকরা।

আরও পড়ুন- নারী ক্ষমতায়নে মমতার প্রকল্পের সাহায্যে এগিয়ে আসতে পারে বিশ্বব্যাঙ্ক

প্রসঙ্গত, ঘাটালে বন্যা কবলিত এলাকা পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেচমন্ত্রী সৌমেন মহাপাত্রকে নির্দেশ দিয়েছিলেন কেন্দ্রের সঙ্গে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আলোচনা করতে। শুধু তাই নয় সুন্দরবন, দিঘা মাস্টারপ্ল্যানের বিষয়টি নিয়েও আলোচনা করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

এ প্রসঙ্গে সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র জানিয়েছেন, “আমরা কেন্দ্রের থেকে সময় পেয়েছি। মঙ্গলবার আমরা আলোচনায় যাব। আমাদের তরফ যে দাবিপত্র পেশ করা হবে তা ইতিমধ্যেই অনুমোদন করেছেন মুখ্যমন্ত্রী।”

 

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version