Sunday, August 24, 2025

ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মঙ্গলবার কেন্দ্র-রাজ্য গুরুত্বপূর্ণ বৈঠক

Date:

অবশেষে ঘাটাল মাস্টার প্ল্যান (Ghatal Master Plan Meet) নিয়ে কেন্দ্র-রাজ্য বৈঠক হতে চলেছে। দীর্ঘ আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বৈঠক করতে আজ, সোমবার দিল্লি গেলো রাজ্যের প্রতিনিধিরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজধানীতে গেলেব সেচমন্ত্রী সৌমেন মহাপাত্রের (Soumen Mahapatra) নেতৃত্বে মোট ৮ সদস্যের এক প্রতিনিধি দল। দুপুরের বিমানেই দিল্লি (Delhi) উড়ে যান তাঁরা। আগামীকাল, মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী ও নীতি আয়োগের সঙ্গে দেখা করবে এই প্রতিনিধি দল।

জানা গিয়েছে, মঙ্গলবার ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্রের নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান এবং কেন্দ্রের জলশক্তি মন্ত্রীর সঙ্গে বৈঠক করবে রাজ্যের সেচ মন্ত্রী সৌমেন মহাপাত্রের (Soumen Mahapatra) নেতৃত্বাধীন ৮ সদস্যের প্রতিনিধি দল। যেখানে সেচমন্ত্রী ছাড়াও রাজ্যের তরফে প্রতিনিধি হিসেবে থাকবেন মন্ত্রী মানস ভুঁইয়া, হুমায়ুন কবীর, শিউলি সাহা, শ্রীকান্ত মাহাতো, বিধায়ক জুন মালিয়া, ঘাটালের সাংসদ দেব ও রাজ্যসভার সাংসদ শুখেন্দু শেখর রায়।

সূত্রের খবর, বৈঠকের মূল আলোচ্য বিষয় ঘাটাল মাস্টারপ্ল্যান হলেও সেখানে উঠে আসতে পারে সুন্দরবন, দিঘা মাস্টারপ্ল্যান-সহ একাধিক জলাধারের প্রসঙ্গ। ইতিমধ্যেই কেন্দ্রের কাছে রাজ্যের প্রতিনিধিরা যে দাবি পেশ করবে, তা নিয়ে মুখ্যসচিবের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন সেচ দফতরের আধিকারিকরা।

আরও পড়ুন- নারী ক্ষমতায়নে মমতার প্রকল্পের সাহায্যে এগিয়ে আসতে পারে বিশ্বব্যাঙ্ক

প্রসঙ্গত, ঘাটালে বন্যা কবলিত এলাকা পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেচমন্ত্রী সৌমেন মহাপাত্রকে নির্দেশ দিয়েছিলেন কেন্দ্রের সঙ্গে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আলোচনা করতে। শুধু তাই নয় সুন্দরবন, দিঘা মাস্টারপ্ল্যানের বিষয়টি নিয়েও আলোচনা করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

এ প্রসঙ্গে সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র জানিয়েছেন, “আমরা কেন্দ্রের থেকে সময় পেয়েছি। মঙ্গলবার আমরা আলোচনায় যাব। আমাদের তরফ যে দাবিপত্র পেশ করা হবে তা ইতিমধ্যেই অনুমোদন করেছেন মুখ্যমন্ত্রী।”

 

Related articles

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...
Exit mobile version