জন্মাষ্টমীতে খুঁটি পূজার মাধ্যমে দেবী দুর্গার আবাহন শুরু হয়ে গেল একডালিয়া এভারগ্রিনে

রীতি মেনে জন্মাষ্টমীর (jsnmashtami) দিন খুঁটি পূজার মাধ্যমে দেবী দুর্গার (Durga Puja) আবাহন শুরু হয়ে গেল একডালিয়া এভারগ্রিন ক্লাবের (Ekdalia Evergreen club) আজকের এই খুঁটিপুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee), বিধায়ক মালা রায় (Mala Roy) সহ বিশিষ্টরা । সকাল বেলায় তিথি ও শুভক্ষণ মেনে শুরু হয় পুজো । পুরোহিতের মন্ত্র উচ্চারণের মাধ্যমে খুঁটি পুজো হয়। ঢাক বাজিয়ে আসন্ন শারদোৎসবের শুভ সূচনা করলেন সুব্রত মুখোপাধ্যায়।