Thursday, August 28, 2025

লোকসান মেনে নিয়েও আরেকবার নতুন ভাবে দোতলা বাসকে পথে নামানোর ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে এনবিএসটিসি।কোচবিহার ও উত্তরবঙ্গের মানুষের আবেগের কথা ভেবে এই সিদ্ধান্ত। অনেকটা উঁচুতে বসে শহর দেখার আবারও সুযোগ মিলবে৷ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেছেন খুব শীঘ্রই দোতলা বাস আবার নামবে কোচবিহারের রাস্তায়। বোর্ডমিটিং এ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে৷ ঐতিহ্যের কথা মাথায় রেখে আবারও দোতলা বাস পথে নামতে চলেছে। এমনই সিদ্ধান্ত নিয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। সেপ্টেম্বর মাস থেকে অন্তত দুদিন এই দোতলা বাস চলবে। তবে রুট কি হবে তা চুড়ান্ত হবে বোর্ড মিটিং এ৷ বরাবরই পর্যটকদের কাছেও বাসটি বেশ আকর্ষনীয়। প্রথমদিকে চারটি এমন দোতলা বাস ছিল সংস্থার কাছে। পরে দুটি বাস অকেজো হয়ে যায়। এরপর প্রায় দুই দশক দুটি বাস দেখা গেছে কোচবিহার থেকে পুন্ডিবাড়ি ও তুফানগঞ্জ রুটে চলতে। তবে বছর দুয়েক আগে একটি বাসকে পর্যটনের কাজে লাগিয়ে সবুজের পথে হাতছানি প্রকল্পেও কাজে লাগানো হয়েছিল। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা জানিয়েছে যান্ত্রিক কারনে ফের দুইবছর থেকে কোচবিহার ডিপোতেই পরে আছে দোতলা বাস। লিটার প্রতি ডিজেলে সাধারন বাস যদি ৪ কিলোমিটার চলে তবে এই দোতলা বাস চলে ২ কিলোমিটার। অত্যাধিক তেল খরচ করে সংস্থার পক্ষে এই বাস পথে নামানো ব্যায় সাপেক্ষ৷ তাই ব্যাস্ততার মাঝে ধীর গতিতে চলা এই বাসের উপর সাধারন যাত্রীদের আগ্রহ কম। তবে প্রাকৃতিক ছবি ও কোচবিহারের রাজআমলের নিদর্শনের ছবি দিয়ে সাজানো বাস পর্যটকদের কাছে আকর্ষনীয়।

Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...
Exit mobile version