ভিস্তাডোমের পর এবার জঙ্গল টি সাফারি, পুজোর আগেই পর্যটকদের জন্য নয়া উপহার রেলের

ভিস্তাডোমের পর এবার জঙ্গল টি সাফারি। পুজোর আগেই ভ্রমনপিপাসুদের জন্য নতুন উপহার। করোনার জেরে দীর্ঘ দেড় বছর বন্ধ ছিল টয় ট্রেন পরিষেবা। তাই পর্যটক টানতে শিলিগুড়ি থেকে চালু হতে চলেছে ‘জঙ্গল টি সাফারি’। এই ট্রেনে চেপে প্রকৃতির মনোরম দৃশ্য দেখে মুগ্ধ হয়ে যাবেন পর্যটকেরা বলে আশাবাদী রেল কর্তৃপক্ষ। টিকিটের দাম মাথাপিছু ৯৭০ টাকা।

সবুজ চা- বাগানের গা ঘেঁষে পাহাড়ের আঁকাবাঁকা পথ দিয়ে ছুটবে এই ‘জঙ্গল টি সাফারি’। সুসজ্জিত এই স্টিম ইঞ্জিন ট্রেনটি দুপুর পৌনে ৩টেয় শিলিগুড়ি জংশন থেকে ছেড়ে যাবে রংটং পর্যন্ত। যে পথ যেতে সময় লাগবে প্রায় ঘণ্টাখানেক। আবার জঙ্গল-চা বাগান ঘেরা পথেই রংটন থেকে ফিরে আসবে শিলিগুড়ি জংশনে। রিটার্ন এই সফর করতে ট্রেনটি মোট সময় নেবে ৩ ঘণ্টা ২০ মিনিট। শুধুমাত্র সুসজ্জিত কোচই নয়, যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে আধুনিক মানের চেয়ার থেকে জল-স্ন্যাকস, সবরকম পরিষেবার ব্যবস্থা থাকবে ট্রেনটিতে।

আরও পড়ুন:সবুজের গা ঘেঁষে যাত্রা শুরু করল ভিস্তাডোম ট্যুরিস্ট স্পেশাল ট্রেন

দার্জিলিং-হিমালয়ান রেলওয়ের তরফে জানানো হয়েছে, ২০১৯ সালের ডিসেম্বরে এই পরিষেবা চালু হলেও সেবারে কিছুদিনের মধ্যেই করোনা মহামারীর জেরে পর্যটকদের অভাব সহ একাধিক কারণে বন্ধ করে দিতে হয়েছিল পরিষেবা। তবে সেবারে যাত্রীদের জন্য অতিরিক্ত খাওয়ারের বন্দোবস্ত ছিল না। স্ন্যাকস এর আয়োজন ছাড়াও স্টিম ইঞ্জিন ও ডাইনিং কারের টানে পর্যটকদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি পর্যটকরা সুকনা স্টেশনে ঘুরে দেখতে পারবেন রেলের মিউজিয়াম। এরপর রংটং স্টেশনে টি টেস্টিং এর ব্যবস্থাও থাকছে। সেখানে পাহাড়ের বিভিন্ন স্বাদের চা থাকবে। সেগুলি স্বাদগ্রহণের সুবর্ণ সুযোগ থাকছে পর্যটকদের। এছাড়াও চাইলে সেখান থেকে চা পাতাও কিনতে পারবেন পর্যটকেরা।

রেল কর্তৃপক্ষ জানিয়েছেন ভবিষ্যতে স্থানীয় ট্যুর অপারেটরদের মাধ্যমেও এই সফরকে আরও পর্যটকদের কাছে পৌঁছে দেওয়ার চিন্তাভাবনা নিয়েছে রেল। কাটিহার ডিভিশনের ডিআরএম এস কে চৌধুরী ও অন্যান্য রেল আধিকারিকেরা জানান, আগামীতে ‘জঙ্গল টি সাফারি’কে আরও আকর্ষণীয় করতে নানা উদ্যোগ নেওয়া হবে। এছাড়া বিশেষ দিনে স্টেশনগুলিতে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হতে পারে।

advt 19