দিল্লিতে কিষাণ মোর্চার অবস্থান বিক্ষোভকে সমর্থন করলেন কেকেএসএস-এর সভাপতি সমীর পূততুন্ড

দীর্ঘ কয়েকমাস ধরে দিল্লির সিঙ্ঘু সীমানায় চলছে কৃষক আন্দোলন। মোদি সরকারের তিনটি কৃষি আইনের বিরোধীটায় চলছে কৃষক বিক্ষোভ। কৃষক নেতাদের সঙ্গে কেন্দ্রের মন্ত্রীরা একাধিকবার বৈঠক করলেও তাতে কোনও ফয়সলা হয়নি। কারণ কৃষকরা তিন কৃষি আইন কেন্দ্রকে প্রত্যাহার করে নিতে বলেছেন। কিন্তু কেন্দ্র তা করতে নারাজ। আগেই কৃষক আন্দোলনকে সমর্থন করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সংযুক্ত কিষাণ মোর্চার অবস্থান বিক্ষোভের সমর্থন করলেন পশ্চিমবঙ্গ কৃষক খেতমজুর সংহতি সমিতির সভাপতি সমীর পূততুন্ড।

আরও পড়ুন-ঘাটাল মাস্টার প্ল্যান: কেন্দ্রের ‘দেখার’ আশ্বাস, না আঁচালে বিশ্বাস নেই তৃণমূলের

দিল্লি-হরিয়ানার সিঙ্ঘু সীমানায় সংযুক্ত কিষাণ মোর্চার অবস্থান বিক্ষোভের সমর্থনে দু’দিন ব্যাপী জাতীয় কনভেনশন অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন কৃষক আন্দোলনের সর্বভারতীয় নেতৃবৃন্দ। প্রথম দিনের দ্বিতীয় অধিবেশনে অন্যান্যদের সঙ্গে সভাপতিমন্ডলীতে ছিলেন পশ্চিমবঙ্গ কৃষক খেতমজুর সংহতি সমিতি (কেকেএসএস)-এর সভাপতি সমীর পূততুন্ড।

advt 19

 

Previous articleমাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের পর এবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকস্তরেও পাশ ১০০ শতাংশ পরীক্ষার্থী
Next articleচাঞ্চল্যকর অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে! নিশীথের নির্দেশে বোমা তৈরি করে হত হামলা