মারিয়াপ্পান, শরদকে শুভেচ্ছা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর

টোকিও প‍্যারালিম্পিক্সে( Tokyo paralympics) সাফল্যের ধারা অব‍্যাহত ভারতের। মঙ্গলবার হাইজ‍াম্পে জোড়া পদক পেয়েছে ভারত। টি ৬৩ বিভাগে ভারতের হয়ে পদক জিতলেন মারিয়াপ্পান থাঙ্গাভেলু( Mariyappan thngavelu) এবং শরদ কুমার( Sharad Kumar)। এই পদক নিশ্চিত করতেই শুভেচ্ছায় ভেসে যান তাঁরা। মারিয়াপ্পান থাঙ্গাভেলু এবং শরদ কুমারকে  শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ( president of india ram nath kovind), প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (narendra modi)।

এদিন রাষ্ট্রপতি লেখেন,” আমাদের প‍্যারালিম্পিয়ানরা আমাদের প্রতিনিয়ত গর্ববোধ করিয়ে চলেছে। মারায়াপ্পান রুপো এবং শরদ ব্রোঞ্জ জিতেছে। অনেক অভিনন্দন দু’জনকে।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন,” অনেক শুভেচ্ছা দু’জনকে। মারিয়াপ্পান রুপো জয় করেছে। শরদ ব্রোঞ্জ জয় করেছে। ওদের জয়যাত্রা আমাদের দেশকে প্রেরণা দেবে উৎসাহ দেবে।”

আরও পড়ুন:হাইজাম্পে জোড়া পদক ভারতের, রুপোর পদক জিতল মারিয়াপ্পান, ব্রোঞ্জ পদক জয় শরদ কুমারের

 

Previous articleবিপ্লবের মন্ত্রিসভায় ব্রাত্য সুদীপ ও তাঁর ঘনিষ্ঠরা, বাড়ছে তৃণমূল যোগের জল্পনা
Next article২০০ কোটির আর্থিক তছরূপের মামলায় ফাঁসলেন বলিউডের জ্যাকলিন ফার্নান্ডেজ!