Saturday, August 23, 2025

‘প্রাচীন ঐতিহ্য’ ফেরাতে মথুরায় মদ-মাংস বিক্রি নিষিদ্ধ করলেন যোগী আদিত্যনাথ

Date:

কৃষ্ণের জন্মস্থান মথুরাতে(Mathura) প্রাচীন ঐতিহ্য ফিরিয়ে আনতে এবার বড় পদক্ষেপ নিলেন যোগী আদিত্যনাথ(Yogi Adityanath)। মথুরা নগরীতে মদ ও মাংস বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করলো উত্তরপ্রদেশ সরকার(Uttar Pradesh)। গত সোমবার এ বিষয়ে রাজ্যের আধিকারিকদের পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। শুধু তাই নয় এই সকল ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের অন্য কাজে নিয়োগের নিদানও দিয়েছেন যোগী।

সোমবার শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে মথুরার সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এরপর এক অনুষ্ঠানে যোগ দিয়ে আদিত্যনাথ বলেন, “মথুরাবাসীকে তাঁদের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। সেই কারণে মদ বা মাংস বিক্রি ছেড়ে দুধ বিক্রি করুন। অতীতে প্রচুর পরিমাণে গবাদি পশুর দুধের ভাণ্ডার ছিল এই মথুরা।” পাশাপাশি তিনি জানান, “ব্রজভূমির উন্নয়নে সব ধরনের চেষ্টা করা হবে। এই বিষয়ে তহবিলের কোনও অভাব হবে না। এই স্থানে আধুনিক প্রযুক্তির সঙ্গে স্থানীয় সংস্কৃতি ও আধ্যাত্মিক ঐতিহ্যের মেল বন্ধনের চেষ্টা চালানো হবে।” পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করে তিনি বলেন, “দেশের প্রধানমন্ত্রী দেশকে সঠিক বিষয় পরিচালিত করছেন পূর্বে যে স্থান গুলিকে অবহেলার চোখে দেখা হতো আজ তা অতীতের গৌরব ফিরে পাচ্ছে।”

আরও পড়ুন:ছাত্রবিক্ষোভ অব্যাহত বিশ্বভারতীতে, মিছিলে যোগ দিলেন ঐশী

তবে নির্বাচন মুখর উত্তরপ্রদেশে মথুরাতে মদ মাংস নিষিদ্ধ হওয়ার ঘটনাকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছে সব মহল। রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি নির্বাচনপূর্ব হিন্দুত্বের ভোটে ভরসা করেই কৌশল সাজানো শুরু করে দিয়েছে গেরুয়া শিবির। আর সেই কারণেই এই পদক্ষেপ। জানা যাচ্ছে শীঘ্রই মন্ত্রিসভার সম্প্রসারণ হতে চলেছে উত্তরপ্রদেশে। যেখানে ভোটের অঙ্কের নিরিখে মন্ত্রীপদ পাবেন বিজেপির আস্থাভাজনরা।

 

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version