Thursday, May 15, 2025

মানুষ চাইছে তৃণমূলকে, বিজেপির বিদায় সময়ের অপেক্ষা: ত্রিপুরার বললেন ব্রাত্য

Date:

২৩-এর নির্বাচনকে পাখির চোখ করে ত্রিপুরার রাজনৈতিক জমি শক্ত করতে কোমর বেঁধে ময়দানে নেমেছে তৃণমূল। আর সেই লক্ষ্যে বুধবার ত্রিপুরা সফরে গিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও সাংসদ প্রতিমা মণ্ডল। পাশাপাশি ত্রিপুরায় একাধিক কর্মসূচি নিয়ে মাঠে নেমেছেন সদ্য তৃণমূলে যোগদান দেওয়া সুস্মিতা দেব। এদিন ত্রিপুরার মাটিতে পা রেখেই কড়া ভাষায় বিজেপিতে আক্রমণও শানালেন ব্রাত্য বসু।

আগরতলা বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এদিন ব্রাত্য বসু(Bratya Basu) বলেন, “আমাদের নেতারা এখন থেকে নিয়মিত ত্রিপুরায় আসবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee), মমতা বন্দ্যোপাধ্যায়ও(Mamata Banerjee) আসবেন ত্রিপুরাতে(Tripura)। ত্রিপুরার মানুষ দেখছে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে উন্নয়ন করেছেন। স্বাস্থ্যসাথী কন্যাশ্রীর মতো প্রকল্প গুলির সুবিধা ত্রিপুরার মানুষ দেখছে এবং তারা চায় ত্রিপুরাতে ঐ সকল প্রকল্প চালু হোক।” পাশাপাশি বিজেপি প্রসঙ্গে তিনি বলেন, “গত সাড়ে তিন বছরে কোন উন্নয়ন করেনি বিজেপি। রাজ্যে জনসমর্থন হারিয়েছে তাই তৃণমূলকে দেখে তারা এখন ভয় পাচ্ছে।” এছাড়াও তিনি জানান, “বিজেপিতে অনেক ভালো মানুষ রয়েছেন, যারা বিজেপিতে অপশাসনে বিরক্ত। তারা তৃণমূলের সঙ্গে যোগাযোগ করছেন। আমরা তাদের সঙ্গে আলোচনা পর্ব চালাচ্ছি বাকিটা দেখুন কি হয়। খেলা শুরু হয়ে গিয়েছে। বিজেপি বিদায় সময়ের অপেক্ষা।”

আরও পড়ুন:পুলিশের ভূমিকা নিয়ে ধনকড়ের কটাক্ষের মোক্ষম জবাব মমতার

অন্যদিকে, আগরতলায় পা রেখে এদিন প্রতিমা মণ্ডল জানান, “মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় যে উন্নয়ন করেছেন তার জন্য বাংলার মানুষ দুহাতে আশীর্বাদ করেছে তাঁকে। তৃতীয়বারের জন্য ফের বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি। বাংলার জনমুখি প্রকল্প গুলি ত্রিপুরা দেখছে তাই ত্রিপুরার মানুষ মমতাকে চাইছেন। ত্রিপুরার মানুষের ডাক পেয়েই আজ তৃণমূল ত্রিপুরাতে পা রেখেছে। এখানকার মানুষের সাহায্য নিয়েই শক্তিশালী সরকার গড়বো আমরা।”

 

Related articles

পাকিস্তান ভেঙে দু’টুকরো! স্বাধীন বালুচিস্তান ঘোষণা বিদ্রোহী নেতার, কী বার্তা বন্ধু ভারতকে

অপারেশন সিন্দুরে ভারতের হাতে মার খাওয়ায় পর গৃহযুদ্ধে বেসামাল পাকিস্তান। বালুচ-বিদ্রোহী নেতারা এবার সরাসরি স্বাধীন বালুচিস্তান (Balochistan) ঘোষণা...

সুস্থ রয়েছেন রাজ্যপাল, ফিরলেন রাজভবনে

অস্ত্রোপচারের পর একেবারে সুস্থ রয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose)। রক্তে অক্সিজেনের মাত্রা, রক্তচাপ, শর্করার...

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই পুলওয়ামায়, এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী

জম্মু ও কাশ্মীরে পরপর দুটি এনকাউন্টার নিরাপত্তা বাহিনীর। ৪৮ ঘণ্টার ব্যবধানে বৃহস্পতিবার ভোর থেকে জঙ্গিদের সঙ্গে ফের শুরু...

প্রয়াত হলেন তেহট্টের তৃণমূল বিধায়ক, রাজনীতিতে শোকের ছায়া

প্রয়াত হলেন তেহট্টের তৃণমূল কংগ্রেস বিধায়ক তাপস সাহা (Tapas Saha)। ঘুমের মধ্যে ব্রেন স্ট্রোক আক্রান্ত হয়েছিলেন। হয়েছিল ব্রেন...
Exit mobile version