Monday, August 25, 2025

লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম জমা নিচ্ছেন স্বয়ং লক্ষ্মী, অভিনব উদ্যোগ বিধাননগরে

Date:

শুরুতেই ব্যাপক সাড়া ফেলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) স্বপ্নের প্রকল্প ‘লক্ষ্মী ভাণ্ডার’ (Laxmi Bhandar)। রাজ্যে বিভিন্ন জায়গায় দুয়ারে সরকার (Duare Sarkar) ক্যাম্পের মাধ্যমে চলছে ফর্ম বিলি ও জমা নেওয়ার কাজ। তবে কয়েকটি জায়গায় টাকার বিনিময়ে ফর্ম বিলি-পূরণ করা নিয়ে অভিযোগও জমা পড়ছে। তবে এই সবকিছুকে ছাপিয়ে ভিন্ন ছবি দেখা গেল কলকাতার এক দুয়ারে সরকার ক্যাম্পে। যেখানে মা লক্ষ্মী নিজেই লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম জমা নিচ্ছেন!

বিধান নগর পৌর নিগমের ৩৮ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর নির্মল দত্তের উদ্যোগে এক অভিনব পদ্ধতিতে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ফর্ম জমা নেওয়া হচ্ছে। দৃশ্য দেখে মনে হচ্ছে, স্বর্গের দেবী মা লক্ষ্মী স্বয়ং সিংহাসনে বসে আছেন এবং লক্ষীর ভান্ডার হাতে নিয়ে, তিনি নিজেই লক্ষীর ভান্ডারের ফর্ম জমা নিচ্ছেন। সেইসঙ্গে ঘরের লক্ষ্মীদের আশীর্বাদও করছেন মা লক্ষ্মী।

প্রকৃতপক্ষে, এক মহিলাকে মা লক্ষ্মী রূপে সাজিয়ে তাকে সিংহাসনে বসানো হয়েছে এবং আগত সাধারণ মহিলারা বেশ উৎসাহিত হয়ে ফর্ম জমা দিচ্ছেন সেই লক্ষ্মীর হাতে। যেখানে রাজ্যজুড়ে লক্ষীর ভান্ডার প্রকল্পের ফর্ম জমাকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, সেখানে অভিনবত্ব দেখা গেল বিধান নগর পৌরসভায়।

আরও পড়ুন- বায়ুদূষণে ভারতীয়দের আয়ু কমতে পারে ৯ বছর! প্রকাশ্যে এল উদ্বেগজনক রিপোর্ট

পাশাপাশি মহিষাদল ব্লকের লক্ষ্যা-২ গ্রামপঞ্চায়েতে দুয়ারে সরকার শিবিরে লক্ষ্মীর আশীর্বাদ নিয়ে চলছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম জমা। ভগবান দেবী লক্ষ্মীর আশীর্বাদ নেওয়ার পর দুয়ারে সরকার শিবিরে ফর্ম জমা করছেন মহিলারা। শিবিরে আবেদনকারীদের সাহায্য করার জন্য এগিয়ে এসেছেন কন্যাশ্রীরা। রাজ্য সরকারের এই ধরনের উন্নয়নমূলক কাজে সাহায্য করতে পেরে ভীষণ খুশি কন্যাশ্রী মধুমিতা মাইতি, মঞ্জু পাত্র-সহ অনেকে।

 

Related articles

CBI এখন গ্যালারি শো! তীব্র কটাক্ষ করে খেজুরির জোড়া রহস্যমৃত্যুর তদন্তভার CID-কে দিলেন বিচারপতি

ফের আদালতে প্রশ্নের মুখে CBI-এর ভূমিকা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা "এখন গ্যালারি শো" বলে তীব্র কটাক্ষ করেন বিচারপতি। খেজুরিতে...

আইলিগ নিয়েও ধোঁয়াশা, বিরক্ত ডায়মন্ডহারবার কোচ কিবু

আইএসএল(Indian Super League) কবে শুরু হবে তা নিয়ে এখনও পর্যন্ত কোনও নিশ্চয়তা নেই। আদালতের তরফে ফেডাশেরন(AIFF) এবং এফএসডিএলকে(FSDL)...

কালা কানুনের বিরাট সওয়াল শাহর, জীবনে কার্যকর হবে না, কটাক্ষ কুণালের

দেশের রাজনৈতিক ব্যবস্থায় না কি বিরাট পরিবর্তন আনছেন মোদি। রাজ্যের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীও জেলে গেলে পদ খোয়াবেন। আবার...

1+1=3: সুখবর শোনালেন পরিণীতি-রাঘব

বিয়ের পর থেকেই পরিণীতির (Pariniti Chopra) প্রেগনেন্সি নিয়ে নানা গুজব ছড়ায়। কখনও নায়িকার পোশাক বা কখনও স্বামী রাজনীতিবিদ...
Exit mobile version