এসসি ইস্টবেঙ্গলে সই করলেন জ্যাকিচান্দ সিং

দলবদলে একের পর এক চমক দিয়ে চলেছে এসসি ইস্টবেঙ্গল( Sc EastBengal)। অমরজিৎ সিং, রোমিয়ো ফার্নান্দেজ, আদিল খান, শুভ ঘোষের পর এবার জ্যাকিচান্দ সিংকে সই করাল লাল-হলুদ শিবির। মুম্বই সিটি এফসি থেকে লোনে সই করলেন জ্যাকিচান্দ।

এসসি ইস্টবেঙ্গলে সই করার পর জ্যাকিচান্দ বলেন, “ইস্টবেঙ্গলে ফিরতে পেরে ভালো লাগছে। আমার উপর আস্থা রাখার জন্য দলকে ধন্যবাদ। লাল-হলুদ জার্সি গায়ে খেলতে মুখিয়ে রয়েছি।”

এদিকে সূত্রের খবর জয়নার লোরেঙ্কো, ড্যানিয়েল গোমস ও সংপু সিংসিটকে সই করাতে পারে এসসি ইস্টবেঙ্গল।

আরও পড়ুন:বাংলায় তৈরি হতে চলেছে উন্নতমানের টেবল টেনিস অ্যাকাডেমি, উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী