দলবদলে একের পর এক চমক দিয়ে চলেছে এসসি ইস্টবেঙ্গল( Sc EastBengal)। অমরজিৎ সিং, রোমিয়ো ফার্নান্দেজ, আদিল খান, শুভ ঘোষের পর এবার জ্যাকিচান্দ সিংকে সই করাল লাল-হলুদ শিবির। মুম্বই সিটি এফসি থেকে লোনে সই করলেন জ্যাকিচান্দ।

এসসি ইস্টবেঙ্গলে সই করার পর জ্যাকিচান্দ বলেন, “ইস্টবেঙ্গলে ফিরতে পেরে ভালো লাগছে। আমার উপর আস্থা রাখার জন্য দলকে ধন্যবাদ। লাল-হলুদ জার্সি গায়ে খেলতে মুখিয়ে রয়েছি।”

🤝DONE DEAL🤝
Jackichand Singh is a 🆃🅾️🆁🅲🅷🅱️🅴🅰️🆁🅴🆁!
The right-winger has penned a season-long loan deal with 🆄🆂 from @MumbaiCityFC 📝
Join us in welcoming our latest addition to the squad! 🔴🟡#WelcomeJacki #JoyEastBengal #WeAreSCEB #HeroISL pic.twitter.com/s6H3kWFGnu
— SC East Bengal (@sc_eastbengal) September 1, 2021
এদিকে সূত্রের খবর জয়নার লোরেঙ্কো, ড্যানিয়েল গোমস ও সংপু সিংসিটকে সই করাতে পারে এসসি ইস্টবেঙ্গল।

আরও পড়ুন:বাংলায় তৈরি হতে চলেছে উন্নতমানের টেবল টেনিস অ্যাকাডেমি, উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

