Sunday, August 24, 2025

দু সপ্তাহের মধ্যে ফের ২৫ টাকা বেড়ে রান্নার সিলিন্ডারের দাম হল ৯১১

Date:

দুই সপ্তাহর মধ্যে ফের বাড়ল (price hike of gas cylinder) গ্যাসের দাম । এক ধাক্কায় ২৫ টাকা বেড়ে ১৪.২ কেজির ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের দাম হল ৯১১ টাক।

 

গত বছরের ডিসেম্বর থেকে এখনও পর্যন্ত বেশ কয়েক ধাপে রান্নার গ্যাসের দাম বেড়েছে ৩২৭ টাকা। এর আগে গত ১৭ অগাস্ট ২৫ টাকা দাম বেড়েছিল রান্নার গ্যাসের। তারপর আজ ফের দাম বাড়ল রান্নার গ্যাসের। সব মিলিয়ে সপ্তাহ দুয়েকের মধ্যেই এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৫০ টাকা। দেখা যাচ্ছে পরপর তিন মাসের পর পর দাম বাড়ানো হলো।

 

এর ফলে, কলকাতায় ১৪.২ কেজির রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি ৯১১ টাকা দাম হল। অন্যদিকে, ৫ কেজির ছোট সিলিন্ডারের দাম ৯ টাকা বেড়ে হয়েছে ৩৩৫ টাকা। পাশাপাশি বাণিজ্যিক ১৯ কেজি সিলিন্ডারের দাম ৭৩.৫০ টাকা বেড়ে হয়েছে ১৭৭০.৫০ টাকা।

স্বাভাবিকভাবেই এইভাবে ক্রমেই দাম বাড়তে থাকায় নাভিশ্বাস মধ্যবিত্তের । গ্যাস ছাড়া এখন একপা চলে না। হেঁশেলের যা কিছু সবই গ্যাস । কারণ বিকল্প ব্যবস্থা হিসেবে কাঠ কয়লার উনুন বা কেরোসিন স্টোভ বহু পরিবারই অমিল । তাই গ্যাস ছাড়া রান্না হবে কীভাবে তাই নিয়ে এখন মধ্যবিত্তের গৃহিণীদের মাথায় হাত। এদিকে পেট্রোল-ডিজেলের দামও আকাশছোঁয়া । সব মিলিয়ে ঘরে এবং বাইরে গ্যাস ও জ্বালানির আগুন দামে প্রতিটি সংসারের হাঁড়ির হাল।

Related articles

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...
Exit mobile version