করোনাভাইরাস অতিমারীর আবহে বড় ঘোষণা কেন্দ্রীয় সরকারের। ফের দেশে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে গণেশ চতুর্থী, ঈদ, নবরাত্রি, দিওয়ালি সহ সমস্ত উৎসব ঘরে থেকেই পালন করার নির্দেশ দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। জারি করা হয়েছে নির্দেশিকাও।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেওয়া হল, এবারে ঘরে বসেই পালন করতে হবে সমস্ত উৎসব। করোনা পরিস্থিতিতে সুরক্ষার কথা মাথায় রেখেই, উৎসবের মরশুমে এক জায়গায় অনেক মানুষের জমায়েত হওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করল করল স্বাস্থ্যমন্ত্রক।

আরও পড়ুন-বিস্ফোরক অভিযোগ: সরকারি নিয়ম ভেঙেছেন স্বয়ং ইডি-র ডিরেক্টর! রিটুইট অভিষেকের

করোনার দ্বিতীয় ঢেউ এখনো শেষ হয়নি,তৃতীয় ঢেউয়ের কারণে আতঙ্কিত মানুষ। এরই মধ্যে কেরলে যেভাবে প্রতিদিন করোনা সংক্রমণ বাড়ছে সেদিকে লক্ষ্য রেখেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের এই নির্দেশ বলে সাংবাদিক বৈঠকে জানানো হয়।

যদিও এ প্রসঙ্গে প্রশ্ন উঠছে, তাহলে এবারেও কি বাঙালির দুর্গাপুজোর স্বাদ ঘরে বসেই মেটাতে হবে?
