এবার কি ভারতে নাশকতা চালাতে পারে আইএস-খোরাসান? গোয়েন্দা সংস্থার তরফে এই সতর্কবার্তা জারি করা হয়েছে। বলা হয়েছে, ভারতের ধর্মীয় স্থানগুলিতে হামলা চালাতে পারে আফগানিস্তান (Afghanistan) ও পাকিস্তানে (Pakistan) সক্রিয় জঙ্গি সংগঠন IS-K।

আরও পড়ুন- টিএমসির প্রতিষ্ঠা বার্ষিকীর পর এবার ত্রিপুরায় শিক্ষক দিবস পালন তৃণমূলের

গোয়েন্দা সংস্থা তরফে জানানো হয়েছে, জনবহুল এলাকায় বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়ানোর ছক কষছে আইএস-কে। দক্ষিণপন্থী নেতাদের নিশানা করা হতে পারে। সূত্রের খবর, কর্নাটক (Karnatak) ও কাশ্মীরে (Kashmir) ধৃত জঙ্গিদের জেরা করে এই তথ্য মিলেছে। নাশকতার উদ্দেশ্যে আইইডি(Ied) ও অস্ত্র কেনার অর্থ সংগ্রহের নির্দেশও ভারতে থাকা জঙ্গিদের দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
