স্বাস্থ্যসাথী কার্ডের ভর্তিতে টালবাহানা নয়: হুগলিতে সরকারি-বেসরকারি হাসপাতালকে নির্দেশ

হুগলিতে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কোনো রকম টালবাহানা চলবে না। স্বাস্থ্যসাথীর কার্ডের রোগীদের ফেরানো চলবে না। বৃহস্পতিবার, জেলাশাসকের কার্যালয়ে এই নির্দেশ দিলেন জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ। ছিলেন জেলার সমস্ত সরকারি, বেসরকারি হাসপাতাল আধিকারিকরা, এডিএম হেল্থ, সমস্ত এসিএমওএইচ, এসডিও টিপি-এর আধিকারিকরা, জেলা পরিষদের পূর্তের কর্মাধ্যক্ষ।

বৈঠকে জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায় বলেন “এটা মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প, এটা নিয়ে কোনওরকম টালবাহানা চলবে না। রোগী ফেরানো চলবে না।” জেলার প্রতিটা নার্সিংহোমের সামনে ডিসপ্লে বোর্ড লাগিয়ে রেট চার্ট প্রকাশ করতে হবে এবং জেলা হেল্প লাইন এবং কমপ্লেন হেল্প লাইন নাম্বার চালু করার প্রস্তাব দেন। এর পাশাপাশি শ্রীরামপুর সাব ডিভিশনের কিছু নার্সিংহোমকে রোগী ফেরানোর অভিযোগে সতর্ক করেন।

আরও পড়ুন- ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে গ্রেফতার দক্ষিণ-পূর্ব রেলের দুই অফিসার

advt 19

 

Previous articleউৎসবের মন্তব্যে কড়া প্রতিক্রিয়া মোহনবাগানের
Next articleডুরান্ড কাপে থাকবে দর্শক, বললেন ক্রীড়ামন্ত্রী অরুপ বিশ্বাস