Thursday, November 13, 2025

উপনির্বাচনের দিন ঘোষণা না হওয়ায় কমিশনের বিরুদ্ধে এবার হাইকোর্টে জনস্বার্থ মামলা!

Date:

কেন এখনও উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা হল না? এ নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা দায়ের হতে চলেছে কলকাতা হাইকোর্টে। এখনও রাজ্যের ২ টি কেন্দ্রে নির্বাচন এবং ৫ টি কেন্দ্রে উপনির্বাচন বাকি। উল্লেখ্য, সামশেরগঞ্জ ও জঙ্গিপুর কেন্দ্রে নির্বাচন এবং ভবানীপুর, খড়দহ, শান্তিপুর, দিনহাটা এবং গোসাবায় উপনির্বাচন করার কথা। নির্বাচন কমিশনের পাশাপাশি এই মামলায় ‘পক্ষ’ হিসেবে যুক্ত করা হতে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককেও।

আরও পড়ুন-পঞ্জশির দখলে ফের ব্যর্থ তালিবান,৩৫০ জনকে নিকেশের দাবি নর্দার্ন অ্যালায়েন্সের

প্রায় চার মাস কেটে গিয়েছে একুশের বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর। তারপরেও উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি। নিয়ম অনুসারে, কোনও বিধানসভা কেন্দ্রের বিধায়ক পদ শূন্য হলে ৬ মাসের মধ্যে সেখানে উপনির্বাচন করতে হয়। কিন্তু তা মানা হচ্ছে না। তাই হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করছেন আইনজীবী রমাপ্রসাদ সরকার।

এ প্রসঙ্গে আইনজীবী রমাপ্রসাদ সরকার বলেন, পশ্চিমবঙ্গে উপনির্বাচনের দিন ঘোষণা নিয়ে নির্বাচন কমিশন নিষ্ক্রিয়। কোনও আসনের বিধায়ক পদ খালি থাকলে সংশ্লিষ্ট এলাকার বহু মানুষ সমস্যায় পড়েন। তাই সংবিধান অনুযায়ী সময়মতো নির্বাচন করা উচিত। তার দায়িত্ব থাকে নির্বাচন কমিশনের। এখন উপনির্বাচনের সময়সীমা পেরিয়ে যেতে বসল। এখনও নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেনি কমিশন। সেই কারণে মামলা করা হচ্ছে।

আরও পড়ুন-স্ট্রেস নেবে না, অন্যায় দেখলে রুখে দাঁড়াবে: পরামর্শ মমতার

পশ্চিমবঙ্গের নির্বাচনী কর্তারা জানিয়েছেন, এখনই নির্বাচন করাতে তাঁদের কোনও সমস্যা নেই। নভেম্বর মাসের প্রথম সপ্তাহেই শেষ হচ্ছে বকেয়া আসনগুলির উপনির্বাচনের সময়সীমা। ফলে সেপ্টেম্বর মাসই উপযুক্ত সময়। কিন্তু এ নিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফে কিছু জানানো হয়নি।

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version