টোকিও প্যারালিম্পিক্সে(Tokyo Paralympics ) ইতিহাস গড়লেন অবনি লেখারা( Avani Lekhara)। সোনার পদকের পর এবার ব্রোঞ্জ পদক জয় করলেন তিনি। শুক্রবার ৫০ মিটার রাইফেল ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করলেন অবনি। এর আগে ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে সোনা জিতেছিলেন তিনি।

অবনির এই কৃতিত্বের পরই অবনিকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি( Narendra Modi)। মোদি টুইটারে লেখেন,” অসাধারণ। টোকিও প্যারালিম্পিক্সে অসাধারণ পারফরম্যান্স অবনির। অনেক শুভেচ্ছা তোমার উজ্জ্বল ভবিষ্যতের জন্য।”

More glory at the Tokyo #Paralympics. Elated by the stupendous performance of @AvaniLekhara. Congratulations to her on bringing home the Bronze medal. Wishing her the very best for her future endeavours. #Praise4Para
— Narendra Modi (@narendramodi) September 3, 2021
টোকিও প্যারালিম্পিক্সে ভারতের পদক জয় অব্যাহত। এখনও অবদি এক ডজন পদক জয় ভারতের। দুটো সোনা, ছ’টি রুপো এবং চারটি ব্রোঞ্জ জিতেছে ভারতীয় প্রতিযোগীরা। প্যারালিম্পিক্সে এটাই ভারতের সেরা সাফল্য।

আরও পড়ুন:প্রবীণ কুমারকে শুভেচ্ছা রাষ্ট্রপ্রতি, প্রধানমন্ত্রীর

