Monday, August 25, 2025

যে কোনও সময় সরকার গঠন করতে পারে তালিবান।তাদের বর্তমান সংবিধান ২০০৪ সালে বিদেশি তত্ত্বাবধানে তৈরি হয়েছিল।তাই এবারের সংবিধান কী হবে তা নিয়ে ইতিমধ্যেই সংশয় তৈরি হয়েছে। সংবিধানের ২৫ নম্বর অনুচ্ছেদে সবার সমান অধিকারের কথা বলা হয়েছে। কিন্তু সংবিধানের এই বলা কথার সঙ্গে বাস্তব পরিস্থিতির কিন্তু কোনও মিল নেই।১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত শরীয়ত আইন কার্যকর করেছিল তালিবান।
আফগানিস্তানে তালিবানের পুনরুত্থান প্রচলিত অর্থে হয়তো দুর্যোগ নয় কিন্তু অতীত অভিজ্ঞতা বলে তাদের শাসন আমলে দুর্যোগের মতোই ভয়াবহ বিপর্যয়ে পড়েছিল আফগান নারীরা৷ তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল৷পোশাকের অজুহাতে নারীকে খুন করা, মেয়েদের স্কুল কলেজে যেতে বাধা দেওয়া, কর্মস্থল থেকে সরিয়ে দেওয়া, জোর করে কমবয়সী নারীদের তালিবান যোদ্ধাদের সঙ্গে বিয়ে দেওয়াসহ হেন অকর্ম নেই যা তারা সেই কালো সময়ে করেনি৷ এমনকি গত বছরও তালিবান জঙ্গিরা পুলিশ হওয়ার অপরাধে এক নারীকে অন্ধ করে দিয়েছিল৷ নারী বঞ্চিত হয়েছিল আধুনিক স্বাস্থ্যসেবা থেকেও৷

আরও পড়ুন- হৃদরোগেই মৃত্যু সিদ্ধার্থ শুক্লার: ময়নাতদন্তে প্রকাশ, হবে ভিসেরা পরীক্ষা
এই অবস্থায় ২০ বছর পর সেই তালিবানরা আবার ক্ষমতায় ফিরে আসায় স্বাভাবিক ভাবেই উদ্বেগ, উৎকণ্ঠা ও শঙ্কায় ভুগছেন সে দেশের সাধারণ জনগণ বিশেষ করে নারীরা৷ তারা ভাবছেন, আবার হয়তো সেই অন্ধকার সময় ফিরে আসছে৷ ফিরে আসছে নারীর উপর জোর-জুলুম ও জবরদস্তি করার দুঃসময়৷
এর মধ্যেই গণমাধ্যমে নানা রকম খবর পাওয়া যাচ্ছে৷ শোনা গিয়েছে, বিভিন্ন প্রদেশে পেশাজীবী কয়েকজন নারীকে হত্যা করা হয়েছে৷ জুলাই মাসেই তালিবানদের পক্ষ থেকে বিভিন্ন অফিসে গিয়ে নারী কর্মীদের অফিস ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে৷ জোর করে অবিবাহিত ও বিধবা নারীদের সঙ্গে তালিবান যোদ্ধাদের বিয়ে দেওয়া হচ্ছে৷ বোরখা কিনতে দোকানে ভিড় করছেন নারীরা৷ দেওয়াল থেকে মুছে ফেলা হচ্ছে বিজ্ঞাপনের নারী মুখ৷
অনুচ্ছেদ ছাব্বিশের ধারা অনুযায়ী অপরাধমূলক কার্যকলাপে একমাত্র শাস্তি দিতে পারে আদালত। ব্যক্তি স্বাধীনতা বজায় রাখা এবং মানবাধিকারের কথা বলা হলেও বাস্তব ক্ষেত্রে কিন্তু তার কোনও মিল নেই। পছন্দ না হলে গুলি করে মেরে দেওয়া জল ভাতে পরিণত করেছে তালিবান।
অনুচ্ছেদ আঠাশে অনুমতি ছাড়া কারও বাড়িতে তল্লাশি চালানো যাবে না বলে বলা হয়েছে। কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা গিয়েছে, আফগানিস্তান তালিবানরা নিজেদের কব্জায় আনার পরই এক সাংবাদিকের খোঁজে বাড়ি বাড়ি ঢুকে নির্বিচারে তল্লাশির নামে অত্যাচার চালিয়েছে তালিবান।
এমনকি সরকার গঠনে তালিবান ইরানকে মডেল করতে চায়। সেক্ষেত্রে শীর্ষে থাকবেন একজন এবং তার অধীনে থাকবে মন্ত্রী পরিষদ। নির্বাচনের ধার ধারবে না তারা। থাকবে না কোনও রাজনৈতিক দল। সংবিধানের সবার শিক্ষার কথা বলা হলেও ইতিমধ্যেই তালিবান ঘোষণা করেছে পুরুষ এবং মহিলা শরিয়াত মেনে পৃথকভাবে পড়াশোনা করবেন।
সব মিলিয়ে নতুন তালিবানি শাসন কি তবে এবার একুশে আইন? সেই প্রশ্নই ঘোরাফেরা করছে গোটা বিশ্বে।

 

 

Related articles

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...
Exit mobile version