উদ্বেগজনক করোনা পরিস্থিতি, কেরলে পরীক্ষা স্থগিতাদেশের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

ফাইল ছবি

কেরলে করোনা সংক্রমণের হার কমার কোনও লক্ষণ নেই। তাই এক সপ্তাহের জন্য একাদশ শ্রেণির পরীক্ষা স্থগিত করে দিল শীর্ষ আদালত। দক্ষিণের এই রাজ্যে ওনামের পর করোনা পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। তাই এমন সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন:মাত্র ১৯ বছরেই পাইলট, রেকর্ড গড়লেন মৈত্রী

শুক্রবার বিচারপতি এ এম খানউইলকর, বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি সিটি রবিকুমারের বেঞ্চ জানিয়েছে, কেরলে করোনা সংক্রমণের হার কমার লক্ষণ নেই। প্রতিদিনই রাজ্যে ৩০ হাজারের বেশি সংক্রমণ ধরা পড়ছে। যা গোটা দেশের সামগ্রিক করোনা সংক্রমণের প্রায় ৭০ শতাংশ। এদিন বিচারপতিরা বলেন, যখন রাজ্যে সংক্রমণ কোনওভাবেই লাগাম পড়ানো যাচ্ছে না,তখন ছোটদের স্কুলে পাঠিয়ে বিপদের মুখে ঠেলে দেওয়ার কোনও অর্থই হয় না। তাই এক সপ্তাহের জন্য পরীক্ষা স্থগিতের নির্দেশ দেওয়া হল।

এনিয়ে রাজ্য সরকারের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছিল কেরল হাইকোর্ট। হাইকোর্টের সেই রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে মামলা করা হয়। সেই মামলার রায় দিতে গিয়েই পরীক্ষা স্থগিতের নির্দেশ দেন বিচারপতিরা।

advt 19