মাত্র ১৯ বছরেই পাইলট, রেকর্ড গড়লেন মৈত্রী

ছোটবেলা থেকেই আকাশে ওড়ার স্বপ্ন দেখতেন। তাই দ্বাদশ শ্রেণি পাশ করেই বাণিজ্যিক বিমান ওড়ানোর ট্রেনিং নেন মৈত্রী। ১৮ মাসের জায়গায় মাত্র ১১ মাসেই কোর্স শেষ করেন তিনি। পাইলট হওয়ার লাইসেন্সও পেয়ে যান। এরপরই রেকর্ড ।  মাত্র ১৯ বছরের মেয়ে মৈত্রী প্যাটেল এখন দেশের সবথেকে কমবয়সী পাইলট। মেয়ের এই অসাধারণ কৃতিত্বে খুশি মৈত্রীর পরিবার।

আরও পড়ুন:হৃদরোগেই মৃত্যু সিদ্ধার্থ শুক্লার: ময়নাতদন্তে প্রকাশ, হবে ভিসেরা পরীক্ষা

গুজরাত সুরাতের বাসিন্দা মৈত্রীর বাবা পেশায় সুরাত মিউনিসিপ্যাল কর্পোরেশনের একজন কর্মী। অত্যন্ত সাদামাটা এবং সাধারণ তাঁদের পরিবার। কিন্তু মেয়ের স্বপ্নপূরণ করার জন্য  কষ্ট করে টাকা জোগাড় করে তাঁকে মার্কিন যুক্তরাষ্ট্রে উপযুক্ত ট্রেনিং-এর জন্য পাঠানোর ব্যবস্থা করেন। লাইসেন্স পেয়েই মৈত্রী বাবাকে আমেরিকায় নিয়ে গিয়েছিলেন তিনি। তার পর প্রায় ৩৫ হাজার ফুট উচ্চতায় উড়ে নিজে বিমান চালিয়ে বাবার স্বপ্নপূরণ করেছেন মৈত্রী।  মেয়ের সাফল্যে খুশি হয়ে মৈত্রীর বাবা কান্তি প্যাটল বলেন,’পাইলট মেয়ের বিমানে চড়ে ওড়ার খুব ইচ্ছে ছিল আমাদের। মৈত্রী সেই স্বপ্নপূরণ করেছে। একজন বাবা আর কী-ই বা চাইতে পারে। এবার ভারতীয় স্ট্যান্ডার্ড ট্রেনিং নিতে হবে মৈত্রীকে। তবেই ভারতে বিমান চালানোর লাইসেন্স পাবে মৈত্রী।’

advt 19

 

Previous articleনতুন তালিবানি সরকারে এবার একুশে আইন?
Next articleওয়েবসাইটের ঘাড়ে দোষ চাপাচ্ছেন মিশ্র! সাকেতের টুইটে প্যাঁচে ইডি-র ডিরেক্টর