নতুন আয়কর নীতি চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার। প্রভিডেন্ট ফান্ড (পিএফ)- র জমানো টাকা থেকেও এবার কর নেবে সরকার। তাই প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টকে দুটি শ্রেণিতে ভাগ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মূলত যে সমস্ত কর্মচারীদের বছরে আড়াই লক্ষ টাকার বেশি পিএফ অ্যাকাউন্ট জমা পড়ে তাদের থেকেই এই আলাদা কর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্সেস (সিবিডিটি) পিএফ অ্যাকাউন্ট গুলিকে আলাদা আলাদা রক্ষণাবেক্ষণের জন্য আইন জারি করেছে।
সমস্ত পিএফ অ্যাকাউন্টকে দুটি শ্রেণিতে ভাগ করা হবে। ট্যাক্সেবল পিএফ অ্যাকাউন্ট এবং নন ট্যাক্সেবল পিএফ অ্যাকাউন্ট। ৩১ অগস্ট ২০২১ তারিখের ট্যাক্সেবল অ্যাকাউন্টগুলো অন্তর্ভুক্ত করা হবে।

অর্থ মন্ত্রক ৩১ অগস্ট নতুন নিয়ম জারি করে এবং পরবর্তী কালে আয়কর বিভাগকেও এ-বিষয়ে জানানো হয়েছিল। নতুন এই আইন ২০২২ সালের ১ এপ্রিল থেকে কার্যকর হবে।
