কাবুল থেকে মার্কিন সেনা চলে যেতেই পঞ্জশির দখলের মরিয়া হয়ে উঠেছে তালিবানরা। শুক্রবার রাতেই তালিবান ঘোষণা করে, পঞ্জশীরের তারা দখল নিয়ে নিয়েছে। দীর্ঘ কয়েকদিনের যুদ্ধের অবসান ঘটে গিয়েছে বলেই তালিবান এক বিবৃতি দিয়ে এই দাবি করে। এমনকি আফগানিস্তানের পাক্তন ভাইস প্রেসিডেন্ট এবং নর্দান অ্যালায়েন্সের অন্যতম আমরুল্লা সালেহ দেশ ছেড়ে পালিয়েছেন বলেও অটানো হয়। এরপরই তালিবানের পঞ্জশির দখলের খবরকে মিথ্যা বলে দাবি করে একটি টুইট করেন আমরুল্লা সালেহ।

আরও পড়ুন:তুষারশৃঙ্গে বিরল বৃষ্টি, জমল ৭০০ কোটি টন জল

শুক্রবার এক সংবাদমাধ্যমকে শীর্ষ এক তালিবান যোদ্ধা জানায়, “মহান আল্লা তালার রহমতে আমরা গোটা আফগানিস্তানে দখল নিতে সক্ষম হয়েছি। যারা সমস্যা তৈরি করছিল তাদের পরাস্ত করে আমরা এলাকাটিকে নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছি।”এমনকি শুক্রবার রাতে আফগানিস্তান জুড়ে শুক্রবার উৎসব পালন করে তালবান। কোথাও গুলি-বন্দুকে উল্লাসে মেতে ওঠে। কোথাও আকাশ ভরে ওঠে আতসবাজির রোশনাইতে।

বিষয়টি একাধিক সংবাদমাধ্যমে প্রকাশ হতেই তালিবানদের পঞ্জশির দখলের দাবির জল্পনা উড়িয়ে সালেহ বলেন, তাঁর দেশ ছাড়ার খবর সম্পূর্ণ ভুয়ো এবং তালিবানদের পঞ্জশির দখলও মিথ্যা খবর বলে দাবি করেন তিনি। এক আন্তর্জাতিক সংবাদসংস্থাকে একটি ভিডিয়ো পাঠিয়ে সালেহ বলেন, ‘‘কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে আমার দেশ ছাড়ার খবর। তা সম্পূর্ণ মিথ্যা। আমি পঞ্জশিরে আছি। এখানকার রাজনীতিক এবং যোদ্ধাদের সঙ্গে রয়েছি। এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।’’ তবে তালিবানের আক্রমণ গত কয়েকদিনে যে তীব্র হয়েছে, সে কথাও ওই ভিডিয়োয় স্বীকার করেছেন গনি জমানার ভাইস প্রেসিডেন্ট। তিনি বলেছেন, ‘‘কোনও সন্দেহ নেই, পরিস্থিতি জটিল হয়েছে। তালিবান, পাকিস্তান, আল কায়দা এবং অন্য জঙ্গিগোষ্ঠী আক্রমণের মুখে আমরা। গত চার-পাঁচ দিনে তালিবানি আক্রমণ তীব্র হয়েছে। কিন্তু তাঁরা উল্লেখযোগ্য সাফল্য পায়নি। তাঁদের ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদেরও হয়েছে।’’


এই একই বার্তা দিয়ে একটি টুইটও করেন তিনি। টুইটে তিনি লিখেছেন, ‘প্রতিরোধ চলছিল, চলবে। আমি আমার মাটিতে আছি, মাটির মর্যাদা রক্ষার জন্য আছি।’


