মণীশ, সিংহরাজকে অভিনন্দন জানিয়ে টুইট রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর

টোকিও প‍্যারালিম্পিক্সে( tokyo paralympics) ভারতের সাফল‍্য অব‍্যাহত। শনিবার সকালে জোড়া পদক ভারতের। ৫০ মিটার পিস্তল বিভাগে পদক জয় মণীশ নারওয়াল( manish narwal) সিংহরাজ আধানার( Singhraj)। পদক জয়ের পরই মণীশ এবং  সিংহরাজকে অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ( president of india ram nath kovind), প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (narendra modi)।

রাষ্ট্রপতি লেখেন, অনেক অভিনন্দন মণীশ নারওয়াল এবং সিংহরাজকে। মণিশের ৫০ মিটার পিস্তল বিভাগে সোনা জয় দেশের গর্ব। তোমার কঠোর পরিশ্রমের ফল এই পদক। অপরদিকে একই বিভিগে সিংহরাজ রুপোর পদক পেয়েছে। অনেক অভিনন্দন। আগামী দিনে তোমার সাফল্য অনেক উচ্চতায় পৌঁছাক।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন,” টোকিও প‍্যারালিম্পিক্সে ভারতের সাফল্য অব‍্যাহত। খুব অভিনন্দন দুজনকে। মণীশের সোনা জয় ভারতের ক্রীড়াজগতের কাছে বিশেষ মুহূর্ত। সিংহরাজ টোকিও প‍্যারালিম্পিক্সে দ্বিতীয় পদক পেল। অনেক অভিনন্দন ওনাকে।”

আরও পড়ুন:টোকিও প‍্যারালিম্পিক্সে জোড়া পদক ভারতের, সোনা জয় মনীশ নরওয়ালের, রুপো জিতলেন সিংহরাজ


 

Previous article‘প্রতিরোধ চলছিল, চলবে’, তালিবানদের পঞ্জশির দখলের দাবিকে নস্যাৎ করে টুইট সালেহ-এর
Next articleদুয়ারে সরকার কর্মসূচিতে অনুপ্রাণিত CPIM, পার্টি অফিসে সহায়তা কেন্দ্র