টোকিও প্যারালিম্পিক্সে (tokyo paralympics)আরও একটি স্বর্ণপদক ভারতের ঝুলিতে। প্যারালিম্পিক্সে সোনার পদক পেলেন প্রমোদ ভগত( Promad Bhagat)। শনিবার ব্যাডমিন্টনে পুরুষ সিঙ্গলসের এসএলথ্রি ক্লাসের ফাইনাল জয় পান ভারতের প্রমোদ। ফাইনালে তিনি হারালেন ব্রিটেনের ড্যানিয়েল বেথেলকে। টুইট করে প্রমোদ ভগতকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির( Narendra modi)।

ম্যাচে শুরুটা ভালো না করলেও পরে দারুণ ভাবে ক্যামব্যাক করেন প্রমোদ। প্রথমার্ধে পিছিয়ে থাকে ভারতীয় শাটলার। তবে বিরতির পর দারুণ ভাবে খেলায় ফেরেন প্রমোদ। ম্যাচের ফলাফল ২১-১৪, ২১-১৭।

এদিন প্রমোদকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী লেখেন,” প্রমোদ ওর পারফরম্যান্সে ভারতবাসীর মন জয় করেছেন। উনি একজন চ্যাম্পিয়ন। প্রমোদের সাফল্য সবার কাছে প্রেরণা জোগাবে।”

Pramod Bhagat has won the hearts of the entire nation. He is a Champion, whose success will motivate millions. He showed remarkable resilience & determination. Congratulations to him for winning the Gold in Badminton. Best wishes to him for his future endeavours. @PramodBhagat83
— Narendra Modi (@narendramodi) September 4, 2021
আরও পড়ুন:জয় দিয়ে ডুরান্ড অভিযান শুরু করতে মরিয়া সাদা-কালো কোচ চেরনিশভ
