সংক্রমণ কমলেও দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা ৪০ হাজারের উপরেই, চিন্তা বাড়াচ্ছে কেরল

চোখ রাঙাচ্ছে করোনার তৃতীয় ঢেউ। প্রতিনিয়তই ওঠানামা করছে দেশের কোভিড গ্রাফ। এরইমধ্যে কোথাও কোথাও শিশুদের মধ্যেও সংক্রমণ ধরা পড়েছে। স্বভাবতই উদ্বেগ বাড়ছে কেন্দ্রের। বৃহস্পতিবার একলাফে সংক্রমণ অনেকটাই বেড়েছিল। তবে শুক্রবার ও শনিবার সেই তুলনায় খানিকটা কমেছে করোনার দৈনিক সংক্রমণ। পাশাপাশি কমেছে দৈনিক মৃত্যুও। কিন্তু উদ্বগের বিষয়, হু হু করে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা।  ফলে করোনার তৃতীয় ঢেউ ভয়াবহ হওয়ার আশঙ্কা প্রকট হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় দেশে সক্রিয় রোগী বেড়েছে ৫ হাজার ৯০৩। এর জেরে সক্রিয় রোগীর সংখ্যা ফের সাড়ে চার লক্ষের গণ্ডি পেরিয়েছে।বর্তমানে দেশে সক্রিয় রোগী রয়েছেন ৪ লক্ষ ৫ হাজার ৬৮১ জন। এর মধ্যে কেরলেই আক্রান্ত হয়েছেন প্রায় আড়াই লক্ষ।

আরও পড়ুন: সর্ষের তেলের ডাবল সেঞ্চুরি, মধ্যবিত্তের হেঁসেলে খাঁড়ার ঘা

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন  ৪২ হাজার ৬১৮ জন। এনিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ২৯ লক্ষ ৪৫ হাজার ৯০৭।তবে কেরলের পরিস্থিতি এখনও বেলাগাম। সংক্রমণের প্রশমন খানিকটা হলেও কোনওভাবেই রাশ টানা সম্ভবপর হচ্ছে না। শনিবারের পরিসংখ্যান অনুযায়ী সে রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৩২২ জন। আক্রান্তের পাশাপাশি গত দু’দিনে কমেছে দৈনিক মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩৩০ জনের। গোটা অতিমারি পর্বে করোনার জেরে দেশে মোট প্রাণ গিয়েছে ৪ লক্ষ ৪০ হাজার ২২৫ জন।

চিকিৎসকেরা টিকাকরণের গতি আনার কথা বললেও প্রয়োজনের তুলনায় টিকার যোগান কম থাকায় এখনও টিকার অপেক্ষায় অনেকেই। গত ২৪ ঘণ্টায় ভারতে টিকাকরণ হয়েছে ৫৮ লক্ষ ৮৫ হাজার ৬৮৭ জনের। এখনও পর্যন্ত দেশে মোট টিকাকরণ হয়েছে ৬৭ কোটি ৭২ লক্ষ ১১ হাজার ২০৫।  পাশাপাশি শিশুদের টিকার উপরও জোর দেওয়া হচ্ছে। ১২ থেকে ১৮ বছর বয়সিদের টিকা বাজারে এলেই তা আগে কিশোর-কিশোরীদের উপর প্রয়োগ করা হবে বলে জানিয়েছে কেন্দ্র।

advt 19