রাজপুরে বামপন্থী ছাত্রদের হাতে নিগৃহীত বিধায়ক লাভলি

সোনারপুরের রাজপুরে বিধায়ক লাভলি মৈত্রর গাড়িতে হামলার অভিযোগ। শিক্ষক দিবসের অনুষ্ঠানে সোনারপুরের রাজপুরে গিয়েছিলেন বিধায়ক। সেখানেই বামপন্থী ছাত্রদের হামলার মুখে পড়েন তিনি। হেনস্থাও করা হয় বিধায়ককে। তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকদের মারধরও করা হয়েছে বলে অভিযোগ।

অভিযোগ, শিক্ষক দিবসের অনুষ্ঠানে যোগ দিতে বাধা দেওয়া হয় বিধায়ক লাভলি মৈত্রকে। এরপরই শুরু হয় বচসা। তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকদের ওপর হামলার পাশাপাশি হেনস্থা করা হয় বিধায়ককেও। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কয়েকজন জখম ছাত্র পরিষদ সমর্থককে চিকিৎসা করাতে হয়। তবে বাধা উপেক্ষা করেই রাজপুর রবীন্দ্রভবনে শিক্ষক দিবস পালন করে ছাত্ররা। সোনারপুর ও রাজপুর পুর এলাকার তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে গুরুপ্রণাম-এর আয়োজন করা হয়। একই সময়ে এসএফআইয়ের পক্ষ থেকে স্কুল-কলেজ খোলার দাবিতে সোনারপুর স্টেশন থেকে রাজপুর পর্যন্ত একটি মিছিল বেরোয় পুলিশের অনুমতি ছাড়াই। সেই মিছিল থেকেই তৈরি হয় উত্তেজনা। বিধায়ক লাভলির অভিযোগ, ‘‘শিক্ষক দিবসের অনুষ্ঠান বানচাল করতে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। মিছিলের কোনও অনুমতি ছিল না। আমাকেও হেনস্তা করা হয়েছে। আমাদের ছাত্র সংগঠনের বন্ধুদের মারধর করা হয়েছে। অভিযুক্তদের শাস্তি দাবি করছি।’’

আরও পড়ুন- “ভারত বিক্রির নীতি নিয়েছে সরকার”, মোদিকে তোপ রাকেশ টিকায়েতের