Thursday, November 13, 2025

প্রাক্তন দেহরক্ষীর মৃত্যুতে CID-এর হাতে চাঞ্চল্যকর নথি! চাপ বাড়ছে শুভেন্দুর, ড্রাইভারকেও তলব

Date:

২০১৮ সালে ১৩ অক্টোবর কাঁথির পুলিশ ব্যারাকে কর্তব্যরত অবস্থায় গুলি লাগে শুভেন্দু অধিকারীর প্রাক্তন দেহরক্ষী শুভব্রত চক্রবর্তী ওরফে বাপির। পর দিন হাসপাতালে মৃত্যু হয় তাঁর। স্বামীর মৃত্যুর সঠিক তদন্ত চেয়ে কাঁথি থানায় অভিযোগ দায়ের করেন তাঁর স্ত্রী সুপর্ণা চক্রবর্তী। তাঁর স্বামীর অকাল মৃত্যুর জন্য দায়ী দোষীদের উপযুক্ত শাস্তির আর্জি জানান সুপর্ণাদেবী। ঘটনার তদন্তে নামে CID. রহস্যের শিকড়ে পৌঁছাতে তৎপর তদন্তকারীরা। তদন্তে নেমে একাধিক জনের বয়ান রেকর্ড করেছে CID. হাতে এসেছে চাঞ্চল্যকর অনেক তথ্য প্রমাণ। যেখান থেকে শুভেন্দুর নিরাপত্তারক্ষীর মৃত্যু ঘিরে রহস্য ক্রমশ ঘনীভূত হচ্ছে, উঠছে অনেক প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর খুঁজতেই শুভেন্দু অধিকারীকে তলব করেছে CID. সূত্রের খবর, সোমবার বেলা ১১টা নাগাদ ভবানীভবনে আসতে বলা হয়েছে শুভেন্দুকে।

অসমর্থিত সূত্র মারফৎ জানা যাচ্ছে, জিজ্ঞাসাবাদ এবং বয়ান রেকর্ড করার জন্য ৫ আধিকারিককে প্রস্তুত রাখছে CID. তৈরি ৪৩ পাতার একটি প্রশ্নমালা। শুভেন্দু অধিকারীর প্রাক্তন দেহরক্ষী শুভব্রত চক্রবর্তী মৃত্যুকালীন জবানবন্দি দিয়েছিলেন এক এএসাইয়ের কাছে। আর এই মামলায় ওই বয়ান রেকর্ডটি খুব গুরুত্বপূর্ণ নথি হয়ে উঠতে পারে। খুব স্বাভাবিকভাবেই হঠাৎ করেই চাপ বাড়ল শুভেন্দুর উপর।

ভবানীভবন সূত্রে খবর, শুভেন্দুর ব্যক্তিগত গাড়ির চালক শম্ভু মাইতিকেও জেরার জন্য ডাকা হয়েছে। সঞ্জয় শুক্লা নামেও একজনকে তলব করা হয়েছে। এই সঞ্জয় আবার শুভেন্দুর ড্রাইভার শম্ভু মাইতির ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। দু’জনকেই ৭ সেপ্টেম্বর হাজিরা দিতে বলা হয়েছে।

অন্যদিকে, প্রাক্তন দেহরক্ষী মৃত্যু রহস্যে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে CID তলব নিয়ে শুভেন্দু সেই একই ভাঙা রেকর্ড বাজালেন। তাঁর কথায়, “আমাকে ভয় দেখিয়ে লাভ হবে না। কিছু প্রমাণ করতে পারবে না। আমার কোনও পিছুটান নেই। আমি অকৃতদার।”

আরও পড়ুন- “ভারত বিক্রির নীতি নিয়েছে সরকার”, মোদিকে তোপ রাকেশ টিকায়েতের

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version