অসময়ে বরফে ঢেকে গেল সিমলার কুনজুম পাস৷

অসময়ে বরফে ঢেকে গেল সিমলার কুনজুম পাস৷এই দৃশ্য দেখে অবাক পর্যটকরা৷ রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ হঠাৎই বরফ পড়তে শুরু করে৷ টানা ঘন্টা চারেকের মধ্যে পুরো এলাকা বরফের চাদরে ঢেকে যায়। বরফ পড়তে শুরু হতেই সকলেই অপেক্ষায়৷ কখন শেষ হবে? কখন ফের গন্তব্যে রওনা দেব?

আরও পড়ুন- প্রাক্তন দেহরক্ষীর মৃত্যুতে CID-এর হাতে চাঞ্চল্যকর নথি! চাপ বাড়ছে শুভেন্দুর, ড্রাইভারকেও তলব
বরফ পড়তে শুরু করার আধা ঘণ্টার মধ্যেই ছবি বদল৷ পথের গা ঘেঁষে দাঁড়িয়ে লাহোল-স্পিতি উপত্যকার ধূসর, খয়াটে পাহাড় সাদা হতে শুরু করে। অজগর সাপের মতো আঁকাবাঁকা পথের গায়ে পাহাড়ি ঝোরা৷ সঙ্গে ধুপধাপ শিলাবৃষ্টি৷ চোখ ঘোরালেই মনে হবে, সাদা পাহাড়ের শরীর ফুঁড়ে হঠাৎই বেরিয়ে আসতে চাইছে ধূসর, খয়াটে অংশ৷

 

advt 19

 

Previous articleপ্রাক্তন দেহরক্ষীর মৃত্যুতে CID-এর হাতে চাঞ্চল্যকর নথি! চাপ বাড়ছে শুভেন্দুর, ড্রাইভারকেও তলব
Next articleফের অধিকারী গড়ে ভাঙন, তৃণমূলে যোগ দিলেন ৫০ বিজেপি নেতা-কর্মী