Friday, November 14, 2025

এবার ‘বেসুরো’ রায়গঞ্জের বিজেপি বিধায়ক, থাকছেন না দলীয় কর্মসূচিতে

Date:

বিধানসভা নির্বাচনের পর থেকেই রাজ্যে ক্রমশ নিজেদের জমি হারাচ্ছে বিজেপি। একের পর এক নেতা-বিধায়কদের তৃণমূলে যোগদানের পাশাপাশি বাড়ছে দলের অন্দরে ক্ষোভ।  শনিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়। তার ২৪ ঘণ্টার মধ্যেই উত্তর দিনাজপুরে বিজেপিতে ভাঙন-জল্পনা। এবার বেসুরো রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। রবিবার এক সাংবাদিক সম্মেলন করে দলের সমস্ত কর্মসূচি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথাও জানিয়ে দিলেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক। রীতিমতো জেলা সভাপতি ও সাংসদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি।

তাঁর সরাসরি অভিযোগ, তাঁর সঙ্গে কোনও যোগাযোগই রাখেন না জেলা সভাপতি। তিনি নিজের পছন্দমাফিক কমিটি গঠন করছেন। তাঁর দাবি, একই কারণে কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় দল ছেড়েছেন। দলের সাংসদ ও জেলা সভাপতিকে তীব্র কটাক্ষ করে কৃষ্ণ বলেন, ‘বিজেপি-র জেলা সভাপতি বাসুদেব সরকার সংবাদমাধ্যমকে জানিয়েছেন দলকে শক্তিশালী করবেন তিনি। রাজ্য ও কেন্দ্র নেতৃত্বের নিশ্চয়ই তাঁর ওপর আস্থা আছে। কিন্তু আমার সঙ্গে কোনও যোগাযোগ করেন না তিনি। সাংসদ ও জেলা সভাপতি মর্জিমাফিক কাজ করেন। তাই আমি দলের সমস্ত কাজকর্ম থেকে নিজেকে সরিয়ে নিলাম।’ অন্যদিকে, কালিয়াগঞ্জের বিজেপি বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগদান করার একদিন পরেই রায়গঞ্জের বিধায়ক বেসুরো হওয়ায় জোর জল্পনা শুরু হয়েছে। কৃষ্ণ অবশ্য সে-সব নিয়ে কিছু খোলসা করলেন না। শুধু বললেন, ‘সময় সব কিছু বলবে। তবে আমি আজ থেকে বিজেপি-র সমস্ত কর্মসূচি থেকে সরে দাঁড়ালাম।’

এই বিষয়ে বিজেপি জেলা সভাপতি বাসুদেব সরকার বলেন, ‘আমি আপনাদের থেকে বিষয়টি শুনলাম। কৃষ্ণবাবুর সঙ্গে কথা বলব।’

আরও পড়ুন- উপনির্বাচন: শুভেন্দু-সুজনকে তুলোধোনা করে কমিশনের প্রশংসায় ফিরহাদ

 

Related articles

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...
Exit mobile version