Wednesday, May 21, 2025

কলকাতার আকাশে রহস্যময় ড্রোনের দেখা মিলতেই সতর্ক লালবাজার, রিপোর্ট চাইল কেন্দ্র

Date:

পহেলগাম হামলা এবং প্রত্যুত্তরে ভারতের অপারেশন সিন্দুরের (Operation Sindoor) পর দেশজুড়ে কড়া নিরাপত্তার পাশাপাশি সতর্ক রয়েছে বাংলাও। এই আবহে কলকাতার আকাশে আচমকা ড্রোনের দেখা মিলতে নড়েচড়ে বসেছে প্রশাসন। সোমবার রাতে মহানগরীর আকাশের ৭-৮ টি রহস্যময় ড্রোন ঘোরাফেরা করতেই সতর্ক লালবাজার (Kolkata Police)। গোয়েন্দা নজরদারি শুরু হতেই ড্রোনগুলি অদৃশ্য হয়ে যায় বলে খবর।

কলকাতা পুলিশ জানিয়েছে, মহেশতলা ও বেহালার দিকে থেকে রাতের আকাশে পর পর ৭-৮ ড্রোনকে আসতে দেখা যায়। এর পর ড্রোন চারটি ময়দানের উপর দিকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে যায় সেগুলি কিছুক্ষণ জওহরলাল নেহেরু রোডের উপর একটি বহুতলের আশপাশে ঘোরাফেরা করে । বেশ কিছু ড্রোন আবার উত্তর কলকাতার দিকে উড়ে যায়। কিছু ড্রোন মধ্য ও পূর্ব কলকাতাতেও উড়ে যায়। প্রায় কুড়ি পঁচিশ মিনিট ধরে উঠতে থাকে। প্রথম হেস্টিংস থানার পুলিশ এই ড্রোনগুলিকে দেখে লালবাজারকে জানায়। এর পর সতর্ক করা হয় ময়দান-সহ অন‌্যান‌্য থানাগুলিকেও। ফোর্ট উইলিয়াম, ভিক্টোরিয়া মেমোরিয়ালের মতো হাই সিকিউরিটি এলাকার উপরে এই ড্রোন উড়তে দেখা যায়। রহস্যময়ে এই ড্রোনগুলি কোথা থেকে এসেছিল, পাঠানোর পিছনে চরবৃত্তির উদ্দেশ‌্য ছিল কিনা, বা এর মাধ্যমে ছবি তোলা হচ্ছিল কিনা তার তদন্তে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ও STF। রিপোর্ট চেয়ে পাঠালো কেন্দ্র। লালবাজারে সঙ্গে যোগাযোগ করে তদন্ত শুরু করেছে ভারতীয় বায়ু সেনাও। বিষয়টি খতিয়ে দেখছেন ইস্টার্ন কমান্ডের আধিকারিকরাও।

 

Related articles

পিকল বলে এক দলে বিরাট-অনুস্কা

প্লে অফে পৌঁছে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)। এবারের আইপিএলের চ্যাম্পিয়ন হওয়ার দৌঁড়ে অন্যতম প্রধান দাবীদার বিরাট কোহলিরা(Virat Kohli)।...

দেখা করতে চান চাকরিহারারা, খোলা চিঠি মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে

সুপ্রিম রায়ে চাকরি হারিয়েছেন বাংলার প্রায় ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মচারী। তাঁদের পাশে দাঁড়িয়ে পূর্ণ সহযোগিতার আশ্বাস...

ডিজিটাল অ্যারেস্টকাণ্ডে কলকাতার তিন জায়গায় ED অভিযান, বিজেপি কর্মীর বাড়িতে তল্লাশি

ডিজিটাল অ্যারেস্ট (Digital Arrest) মামলার তদন্তে বুধবার সাতসকালে কলকাতার তিন জায়গায় অভিযানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)।...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

২১ মে (বুধবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকাদিল্লিতে লিটার প্রতি...
Exit mobile version