Saturday, August 23, 2025

রাজনৈতিক লড়াইতে হেরে এবার গ্রেফতারের হুমকি ত্রিপুরার মুখ্যমন্ত্রীর

Date:

এতদিন ত্রিপুরায় বিজেপি নেতাকর্মীরা তৃণমূলের নেতা কর্মী সমর্থকদের ওপর হামলা চালাচ্ছিলেন। এবার প্রশাসনকে কাজে লাগিয়ে তৃণমূলকে বাগে আনতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব (Biplab Deb) নিজেই মাঠে নেমেছেন। ফেসবুকেই ত্রিপুরার তৃণমূল নেতা- কর্মী- সমর্থকদের গ্রেফতারের হুমকি দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।

নিজের ফেসবুক পেজে মুখ্যমন্ত্রী কার্যত হুমকির সুরেই লিখেছেন, ‘তৃণমূলের শীর্ষ নেতৃত্ব গরু পাচারের সঙ্গে যুক্ত পশ্চিমবঙ্গে। এখানেও যারা তৃনমূলে যোগ দিয়েছেন তাদের বিরুদ্ধে অসামাজিক কাজকর্মের তথ্যপ্রমাণ রয়েছে। তাদের গ্রেপ্তার করাবো’।

গত এক মাসেরও বেশি সময়ে ত্রিপুরায় তৃণমূল শীর্ষ নেতৃত্ব যেভাবে রাজনৈতিক ঝাঁজ বাড়িয়েছেন এবং সংগঠনকে শক্তিশালী করতে একের পর এক নেতা-নেত্রী সেখানে ঘাঁটি গেড়ে পড়ে থাকছেন তাতেই সিঁদুরে মেঘ দেখছিল ত্রিপুরার বিজেপি নেতৃত্ব। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সহ তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh), মন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu), মলয় ঘটক (Maloy Ghatak), সাংসদ দোলা সেন (Dola Sen), সাংসদ ডঃ শান্তনু সেন (Dr. Santanu Sen) এবং তৃণমূল কংগ্রেসের ছাত্র ত্রিপুরা ঘাঁটি গেড়ে সাংগঠনিক কাজ করছেন। সুস্মিতা দেব (Susmita Deb) তিনিও ঘাঁটি গেড়েছেন আগরতলায়। প্রত্যেকদিনই কোনও না কোনও রাজনৈতিক দল থেকে নেতা-কর্মী-সমর্থক যোগ দিচ্ছেন। আর তাতেই ভয় পেয়েছে বিজেপি। ত্রিপুরার বিজেপি নেতারা এই চাপ সামলাতে পারছেন না। তাই দিল্লির বিজেপি নেতারা এবার তৃণমূলের বিরুদ্ধে আসরে নামিয়ে দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রীকেই। এরপরই প্রকাশ্যে গ্রেফতারের হুমকি। তৃণমূলের বিরুদ্ধে দলের গুন্ডাদের লেলিয়ে দিয়ে তৃণমূলকে ভয় পাওয়ানো যায়নি। রেখা যায়নি। তাই এবার পুলিশ-প্রশাসনকে কাজে লাগিয়ে তৃনমূল কংগ্রেসকে দমাতে চাইছে বিজেপি। যদিও তা সম্ভব হবে না বলে আগেই বলেছে তৃনমূল। রবিবারও দিল্লি যাওয়ার আগে তৃনমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় বলেছেন, তৃনমূল কারও কাছে মাথা নত করবে না।

আরও পড়ুন- এবার ‘বেসুরো’ রায়গঞ্জের বিজেপি বিধায়ক, থাকছেন না দলীয় কর্মসূচিতে

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version