Wednesday, May 21, 2025

রাজনৈতিক লড়াইতে হেরে এবার গ্রেফতারের হুমকি ত্রিপুরার মুখ্যমন্ত্রীর

Date:

এতদিন ত্রিপুরায় বিজেপি নেতাকর্মীরা তৃণমূলের নেতা কর্মী সমর্থকদের ওপর হামলা চালাচ্ছিলেন। এবার প্রশাসনকে কাজে লাগিয়ে তৃণমূলকে বাগে আনতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব (Biplab Deb) নিজেই মাঠে নেমেছেন। ফেসবুকেই ত্রিপুরার তৃণমূল নেতা- কর্মী- সমর্থকদের গ্রেফতারের হুমকি দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।

নিজের ফেসবুক পেজে মুখ্যমন্ত্রী কার্যত হুমকির সুরেই লিখেছেন, ‘তৃণমূলের শীর্ষ নেতৃত্ব গরু পাচারের সঙ্গে যুক্ত পশ্চিমবঙ্গে। এখানেও যারা তৃনমূলে যোগ দিয়েছেন তাদের বিরুদ্ধে অসামাজিক কাজকর্মের তথ্যপ্রমাণ রয়েছে। তাদের গ্রেপ্তার করাবো’।

গত এক মাসেরও বেশি সময়ে ত্রিপুরায় তৃণমূল শীর্ষ নেতৃত্ব যেভাবে রাজনৈতিক ঝাঁজ বাড়িয়েছেন এবং সংগঠনকে শক্তিশালী করতে একের পর এক নেতা-নেত্রী সেখানে ঘাঁটি গেড়ে পড়ে থাকছেন তাতেই সিঁদুরে মেঘ দেখছিল ত্রিপুরার বিজেপি নেতৃত্ব। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সহ তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh), মন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu), মলয় ঘটক (Maloy Ghatak), সাংসদ দোলা সেন (Dola Sen), সাংসদ ডঃ শান্তনু সেন (Dr. Santanu Sen) এবং তৃণমূল কংগ্রেসের ছাত্র ত্রিপুরা ঘাঁটি গেড়ে সাংগঠনিক কাজ করছেন। সুস্মিতা দেব (Susmita Deb) তিনিও ঘাঁটি গেড়েছেন আগরতলায়। প্রত্যেকদিনই কোনও না কোনও রাজনৈতিক দল থেকে নেতা-কর্মী-সমর্থক যোগ দিচ্ছেন। আর তাতেই ভয় পেয়েছে বিজেপি। ত্রিপুরার বিজেপি নেতারা এই চাপ সামলাতে পারছেন না। তাই দিল্লির বিজেপি নেতারা এবার তৃণমূলের বিরুদ্ধে আসরে নামিয়ে দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রীকেই। এরপরই প্রকাশ্যে গ্রেফতারের হুমকি। তৃণমূলের বিরুদ্ধে দলের গুন্ডাদের লেলিয়ে দিয়ে তৃণমূলকে ভয় পাওয়ানো যায়নি। রেখা যায়নি। তাই এবার পুলিশ-প্রশাসনকে কাজে লাগিয়ে তৃনমূল কংগ্রেসকে দমাতে চাইছে বিজেপি। যদিও তা সম্ভব হবে না বলে আগেই বলেছে তৃনমূল। রবিবারও দিল্লি যাওয়ার আগে তৃনমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় বলেছেন, তৃনমূল কারও কাছে মাথা নত করবে না।

আরও পড়ুন- এবার ‘বেসুরো’ রায়গঞ্জের বিজেপি বিধায়ক, থাকছেন না দলীয় কর্মসূচিতে

 

Related articles

IPL-এর জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে সম্মেলনের প্রচার SFI-এর! কী বলছেন সৃজন

CPIM-এর মতো বাম ছাত্র সংগঠনগুলির সমর্থনও কি তলানিতে? না হলে কেন সর্বভারতীয় সম্মেলনে লোক টানতে আইপিএলকে কাজে লাগিয়েছে...

মামলা যাঁদের, আন্দোলনে উস্কানিও তাঁদের: বাম দ্বিচারিতার পর্দাফাঁস কুণালের

চাকরিহারা শিক্ষকদের নিয়ে দুমুখো রাজনীতি বামপন্থী নেতাদের। একদিকে চাকরিপ্রার্থীদের আন্দোলন মঞ্চে গিয়ে সহানুভূতি দেখানো, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

১৩১ পরিবার পেল মাথার ছাদ! বন্যাদুর্গত মানুষদের জন্য ‘তিস্তাপল্লি’ উপহার মুখ্যমন্ত্রীর

তিস্তা নদীর ভাঙনে সর্বস্ব হারিয়েছিল মেজুয়া ও লালডং চুমুকডালি গ্রামের ১৩১ জন মানুষ। আশ্রয়হীন হয়ে পড়েছিলেন তাঁরা। এবার...

আরও সহজ হল যাত্রা! উত্তরবঙ্গ থেকে দিঘা, আরও ছয়টি সরকারি ভলভো বাস উদ্বোধন মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গবাসীর জন্য দিঘার জগন্নাথ ধামে যাত্রা এবার আরও সহজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার শিলিগুড়ির ভিডিও কন গ্রাউন্ড থেকে...
Exit mobile version