Friday, August 22, 2025

মরুরাজ্যে পদ্মের ‘অস্তিত্ব সংকট’, পঞ্চায়েত নির্বাচনে বড় জয় কংগ্রেসের

Date:

রাজস্থান(Rajasthan) কংগ্রেসে মুখ্যমন্ত্রী অশোক গেহলট(Ashok Gahlot) ও প্রাক্তন উপমুখ্যমন্ত্রী শচীন পাইলটের(Sachin pilot) দ্বন্দ্ব নতুন কিছু নয়। মরু রাজ্যে কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বও চরম আকার নিয়েছে। যদিও সম্প্রতি শেষ হওয়া পঞ্চায়েত নির্বাচনে(Panchayat election) তার কোনো প্রভাব দেখা গেল না। বরং বিজেপিকে(BJP) কার্যত ফুৎকারে উড়িয়ে বিপুল জয় পেল কংগ্রেস(Congress)।

গত ২৬ এবং ২৯ আগস্ট দুই দফায় রাজস্থানের পঞ্চায়েত সমিতি এবং জেলাপরিষদের নির্বাচন হয়েছিল। আর সেই নির্বাচনে নির্বাচনে বিজেপিকে হারিয়ে বড় জয় পেল হাত শিবির। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রাজ্যের মোট ১৫৬৪টি পঞ্চায়েত সমিতির মধ্যে ইতিমধ্যেই ১৫৬২টির ফলাফল প্রকাশিত হয়েছে। এর মধ্যে কংগ্রেস জিতেছে ৬৭০টি আসন। অন্যদিকে বিজেপি পেয়েছে ৫৫১ টি আসন। নির্দল জিতেছে ২৯০ টি আসনে। রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি ৪০টি এবং বহুজন সমাজ পার্টি ১১টি আসনে জিতেছে। যদিও জেলা পরিষদের নির্বাচনে প্রায় সমানে সমানে টক্কর হয়েছে বিজেপি ও কংগ্রেসের। রাজ্যের ২০০ টি জেলা পরিষদের মধ্যে কংগ্রেস পেয়েছে ৯৯ টি আসন অন্যদিকে বিজেপি পেয়েছে ৯০টি। ৬ টি জেলার মধ্যে ৪টি জেলা পরিষদ দখল করেছে কংগ্রেস। একটি গিয়েছে বিজেপির দখলে এবং অন্য একটি ত্রিশঙ্কু অবস্থায়।

আরও পড়ুন:দুরন্ত জয় দিয়ে ডুরান্ড কাপের অভিযান শুরু করল মহামেডান স্পোর্টিং

এদিকে দলের বিপুল সাফল্যে রীতিমতো উজ্জীবিত রাজস্থানের মুখ্যমন্ত্রী অসৎ টুইটারে সমস্ত নেতাকর্মীকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। দলীয় কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী শচীন পাইলটও। প্রসঙ্গত সামনেই ৫ রাজ্যের বিধানসভা নির্বাচন তার আগে রাজস্থানের এই সাফল্য যে কংগ্রেসের জন্য বাড়তি অক্সিজেন তা বলার অপেক্ষা রাখে না।

 

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version