Saturday, August 23, 2025

শিক্ষক দিবসে পার্শ্বশিক্ষক ইস্যুতে রাজ্য সরকারকে খোঁচা ধনকড়ের

Date:

পুলিশ দিবসের পর শিক্ষক দিবসের দিনেও রাজ্য সরকারকে খোঁচা দিতে ছাড়লেন না রাজ্যপাল জগদীপ ধনকড়(Jagdeep Dhankar)। শিক্ষক দিবসের(Teachers day) বিশেষ দিনে টুইট করে পার্শ্ব শিক্ষক ও চুক্তিভিত্তিক শিক্ষকদের কথা তুলে ধরে রাজ্য সরকারকে রীতিমতো কটাক্ষ করলেন তিনি। যদিও এদিন টুইটারে প্রথম রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লি রাধাকৃষ্ণণকে শ্রদ্ধাজ্ঞাপন ও সমস্ত শিক্ষকদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানান রাজ্যপাল(governor)।

শিক্ষক দিবস উপলক্ষে এদিন টুইটারে জগদীপ ধনকড় লেখেন, ‘শিক্ষক শিক্ষিকারা হলেন সামাজিক উন্নয়নের মেরুদন্ড’। তবে এতদূর ঠিক থাকলেও স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় রাজ্য সরকারকে খোঁচা দিয়ে তিনি লেখেন, “পার্শ্বশিক্ষক ও চুক্তিভিত্তিক শিক্ষকদের উপর অত্যাচার বন্ধ হওয়ার সময় এসেছে।” এদিকে রাজ্যপালের এহেন টুইটের পর পাল্টা তোপ দেগেছে তৃণমূল। রাজ্যপালকে বিজেপির মুখপাত্র বলে কটাক্ষ করে তৃণমূলের তরফে জানানো হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সবচেয়ে বেশি উন্নতি হয়েছে রাজ্যের শিক্ষক-শিক্ষিকাদের। বাম আমলের তুলনায় তৃণমূল সরকারের শাসন শিক্ষক ও পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি সহ আরো নানা সুযোগ-সুবিধা প্রদান করা হয়েছে। সুতরাং বিজেপির ভাষায় রাজ্যপাল কটাক্ষ করলেও বাংলার মানুষ তা মেনে নেবে না।

আরও পড়ুন:পরপর ‘না’, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী খুঁজতে গিয়ে বিপাকে বিজেপি

উল্লেখ্য, রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই রাজ্য সরকারের সঙ্গে বারবার সংঘাতে জড়িয়েছেন জগদীপ ধনকড়। কখনো প্রশাসনিক ক্ষেত্রে অস্বচ্ছতার অভিযোগ তুলে উষ্মা প্রকাশ করেছেন তবে বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষোভ প্রকাশের জন্য বেছে নিয়েছেন টুইটারকে। নবান্নে পত্রবোমা পাঠাতেও ছাড়েননি তিনি। তবে এদিন শিক্ষাক্ষেত্রে রাজ্যপালের এহেন কটাক্ষকে পুরোপুরি ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে পাল্টা তোপ দাগা হয়েছে রাজ্য সরকারের তরফে।

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version