নজরে পঞ্জশির, পাক গুপ্তচর প্রধানের সঙ্গে বৈঠক তালিবানদের

মার্কিন বাহিনী দেশ ছাড়ার পর তালিবানদের লক্ষ্য এখন পঞ্জশির দখল। কিন্তু উপত্যকায় এখনও দখল নিতে পারেনি তারা। নর্দান অ্যালায়েন্সের সামনে মুখ থুবড়ে পড়েছে তালিবানরা। পঞ্জশির দখলে তারা এতটাই মরিয়া যে আফগানিস্তানে সরকার গঠনও বারবার পিছিয়ে দিয়েছে তারা। এমতাবস্থায় কাবুলে গিয়ে তালিবান নেতাদের সঙ্গে দেখা করলেন পাক গুপ্তচর সংস্থা ISI-এর প্রধান জেনারেল ফইজ হামিদ। তালিবানদের শীর্ষ নেতার সঙ্গে বৈঠকও করেন তিনি। আর তা নিয়েই স্বভাবতই রীতিমত চর্চা শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে।

আরও পড়ুন:তালিবানদের নিয়ে খবর ছাপা যাবে না, নির্দেশ কাশ্মীর সরকারের

সংবাদ সংস্থা সূত্রের খবর, কীভাবে পঞ্জশির দখল নেওয়া যায় সেই রণকৈশল নিয়ে তাইবানদের সঙ্গে বৈঠক করেন ফইজ হামিদ। তাঁর সঙ্গে পাক প্রশাসনের একটি প্রতিনিধি দলও হাজির ছিল। সূত্রের খবর, বৈঠকে ফইজ হামিদ তালিবানদের পঞ্জশির নিয়ে চিন্তার কারণ নেই বলে আশ্বাস দেন। এছাড়াও এদিনের বৈঠকে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের একাধিক চুক্তি নিয়ে আলোচনা হয়। সেসবের মধ্যে দু’দেশের নিরাপত্তা, বাণিজ্য এবং অর্থনৈতিক সম্পর্ক নিয়েও আলোচনা করা হয়।

advt 19

 

Previous articleব্যাডমিন্টন সিঙ্গলসে সোনার পদক জয় কৃষ্ণ নগরের
Next articleকাল ভবানীভবনে শুভেন্দুকে জেরা, আসবেন না এড়াবেন? প্রশ্ন রাজনৈতিক মহলে