Wednesday, November 12, 2025

স্কুল বন্ধ, তাই রায়গঞ্জে করোনা বিধি মেনে ‘গাছতলায় স্কুল’

Date:

করোনার প্রকোপে সব প্রতিষ্ঠানই বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু, গাঁ-গঞ্জের ছোট ছেলেমেয়েরা পড়তে চাইছে। সে কথা মাথায় রেখে রায়গঞ্জ শহরের শিক্ষক-শিক্ষিকাদের একাংশ মিলে নানা এলাকায় গাছতলায় গিয়ে ছেলেমেয়েদের পড়ানো শুরু করেছেন। নাম দেওয়া হয়েছে, “গাছতলায় স্কুল’। খোলা আকাশের নিচে করোনা বিধি মেনে অনেকটা দূরত্বে বসিয়ে খুদেদের লেখাপড়া করানো যাচ্ছে বলে উদ্যোক্তাদের দাবি।

উপরন্তু, শিক্ষক-শিক্ষিকারা নিজেরাই বই-খাতা, পেন-পেনসিল কিনে দিচ্ছেন পড়ুয়াদের। ব্ল্যাকবোর্ড টাঙিয়ে লেখাপড়া করাচ্ছেন। তাতে খুশি অভিভাবকরাও। কারণ, পড়ুয়ার বাড়িতেই অনলাইনে পড়াশোনা করানোর সামর্থ্য নেই। পড়াশোনার পরে সামান্য জলখাবারের বন্দোবস্তও করছেন উদ্যোক্তারা।

“গাছতলায় পাঠশালা: শীর্ষক কর্মসূচি ঘিরে উদ্দীপনা রয়েছে গোটা রায়গঞ্জ শহরেই। এখন উদ্যোক্তাদের নানা এলাকায় ডাক পড়ছে। তাঁরা জানান, পর্যায়ক্রমে সব এলাকায় সপ্তাহে একদিন করে গাছতলায় স্কুল কর্মসূচি করার ইচ্ছে রয়েছে তাঁদের। তবে সরকারি তরফে এখনও কোনও সাহায্য মেলেনি। প্রাথমিক শিক্ষা দফতর জানিয়েছে, করোনা বিধি মেনে আপাতত স্কুল বন্ধ থাকায় ওই ধরনের কর্মসূচিতে সহায়তা করা সম্ভব নয়।

তবে তৃণমূলের শিক্ষক সংগঠনের তরফে গাছতলায় স্কুলে কর্মসূচি অনেক আগেই শুরু হয়েছে বলে দাবি করেছেন অনেকে। গত জুলাই মাসেই একটি সরকারি প্রাথমিক স্কুলের পড়ুয়াদের নিয়ে গাছতলায় পরীক্ষার ব্যবস্থা হয়েছিল। উদ্যোক্তা ছিলেন তৃণমূলের শিক্ষক সংগঠনের সদস্যরা।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version