Sunday, November 9, 2025

আগামী সপ্তাহেই শুরু হবে রাম মন্দিরের মূল অংশের নির্মাণ কাজ 

Date:

Share post:

ভিত তৈরির কাজ শেষ । এবার আগামী এক সপ্তাহের মধ্যেই মূল মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়ে যাবে। শনিবার রাম জন্মভূমি (ramjanmabhumi) তীর্থ ক্ষেত্র ট্রাস্টের তরফ থেকে একথা জানানো হয়েছে । বলা হয়েছে যে সব ঠিক থাকলে মূল (rammandir) নির্মাণের কাজ শুরু হয়ে যাচ্ছে এক সপ্তাহের মধ্যেই। পরিকল্পনামাফিক মন্দির নির্মাণ হবে। পাথর দিয়ে তৈরি করা হবে মূল নির্মাণ। ইতিমধ্যেই রাজস্থানের জয়পুর থেকে আটজন পাথর কাটার কারিগর পৌঁছে গিয়েছে অযোধ্যায় (Ayodhya) । তাঁরা পাথর কাটার কাজ শুরু করে দিয়েছেন। ৪ লক্ষ ঘন ফুট পাথর ব্যবহার করা হচ্ছে। ৬০ হাজার বর্গফুট পাথর কাটার কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। ট্রাস্টের সদস্য অনিল মিশ্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দ্রুতগতিতে চলছে মূল মন্দির নির্মাণের কাজ। যত দ্রুত সম্ভব মন্দিরের নির্মাণ কাজ শেষ করা হবে। কিন্তু মন্দির যাতে পাকাপোক্ত হয় সেদিকেও লক্ষ্য রাখা হচ্ছে । ভিত তৈরি হয়েছে ৪০০ ফুট লম্বা, ৩০০ ফুট চওড়া এলাকা জুড়ে। ভিত্তিপ্রস্তর দৃঢ় করার জন্য ব্যবহার করা হচ্ছে পাথরের গুঁড়ো, বিভিন্ন ধরনের পাথর, সিমেন্ট ও জলের মিশ্রণ। রাম মন্দির ট্রাস্টি বোর্ডের তরফে জানানো হয়েছে ,আগামী ২০২৩ সালের ডিসেম্বরে সাধারণের জন্য খুলে দেওয়া হবে রাম মন্দির। গত বছর অগাস্ট মাসে ভূমিপূজা হয়েছিল। তারপর এক বছর কেটে গিয়েছে, মন্দিরের কাজ চলছে অত্যন্ত দ্রুততার সঙ্গে। তবে মন্দির খুলে দেওয়া হলেও মন্দিরের সমস্ত কাজ সম্পূর্ণ হতে সময় লাগবে। সম্ভবত, ২০২৫-এর মধ্যে কাজ সম্পূর্ণ হবে এই মন্দিরের।

 

advt 19

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...