Thursday, May 8, 2025

আগামী সপ্তাহেই শুরু হবে রাম মন্দিরের মূল অংশের নির্মাণ কাজ 

Date:

Share post:

ভিত তৈরির কাজ শেষ । এবার আগামী এক সপ্তাহের মধ্যেই মূল মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়ে যাবে। শনিবার রাম জন্মভূমি (ramjanmabhumi) তীর্থ ক্ষেত্র ট্রাস্টের তরফ থেকে একথা জানানো হয়েছে । বলা হয়েছে যে সব ঠিক থাকলে মূল (rammandir) নির্মাণের কাজ শুরু হয়ে যাচ্ছে এক সপ্তাহের মধ্যেই। পরিকল্পনামাফিক মন্দির নির্মাণ হবে। পাথর দিয়ে তৈরি করা হবে মূল নির্মাণ। ইতিমধ্যেই রাজস্থানের জয়পুর থেকে আটজন পাথর কাটার কারিগর পৌঁছে গিয়েছে অযোধ্যায় (Ayodhya) । তাঁরা পাথর কাটার কাজ শুরু করে দিয়েছেন। ৪ লক্ষ ঘন ফুট পাথর ব্যবহার করা হচ্ছে। ৬০ হাজার বর্গফুট পাথর কাটার কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। ট্রাস্টের সদস্য অনিল মিশ্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দ্রুতগতিতে চলছে মূল মন্দির নির্মাণের কাজ। যত দ্রুত সম্ভব মন্দিরের নির্মাণ কাজ শেষ করা হবে। কিন্তু মন্দির যাতে পাকাপোক্ত হয় সেদিকেও লক্ষ্য রাখা হচ্ছে । ভিত তৈরি হয়েছে ৪০০ ফুট লম্বা, ৩০০ ফুট চওড়া এলাকা জুড়ে। ভিত্তিপ্রস্তর দৃঢ় করার জন্য ব্যবহার করা হচ্ছে পাথরের গুঁড়ো, বিভিন্ন ধরনের পাথর, সিমেন্ট ও জলের মিশ্রণ। রাম মন্দির ট্রাস্টি বোর্ডের তরফে জানানো হয়েছে ,আগামী ২০২৩ সালের ডিসেম্বরে সাধারণের জন্য খুলে দেওয়া হবে রাম মন্দির। গত বছর অগাস্ট মাসে ভূমিপূজা হয়েছিল। তারপর এক বছর কেটে গিয়েছে, মন্দিরের কাজ চলছে অত্যন্ত দ্রুততার সঙ্গে। তবে মন্দির খুলে দেওয়া হলেও মন্দিরের সমস্ত কাজ সম্পূর্ণ হতে সময় লাগবে। সম্ভবত, ২০২৫-এর মধ্যে কাজ সম্পূর্ণ হবে এই মন্দিরের।

 

advt 19

spot_img

Related articles

রিপোর্টে ‘জল মেশান’ বঙ্গ বিজেপি নেতৃত্ব! তীব্র কটাক্ষ বনসলের, বৈঠকে ডাক না পেলেও ইডেনে দিলীপ 

বাংলার রিপোর্ট দেখেছি ঝকঝকে হয়। আর কোনও রাজ্যের এত ভাল রিপোর্ট নয়। কিন্তু কাজের সময় দেখেছি সাংগঠনিক রিপোর্টে...

বোলিং ব্যর্থতায় ঘরের মাঠেই আশা শেষ নাইট রাইডার্সের

ডেওয়াল্ড ব্রেভিস(Dewald Brevis) এবং শিবম দুবের ইনিংসটাই যেন সব শেষ করে দিল। ৬০ রানে ৫ উইকেট থেকে নাইট...

ইডেনে কেকেআর বনাম সিএসকে ম্যাচ চলাকালীন বোমা মারার হুমকি!

বোমা মেরে ইডেন(Eden) ওড়ানোর হুমকি। কলকাতা নাইট রাইডার্স(KKR) বনাম চেন্নাই সুপার কিংস(CSK) ম্যাচের আগে হঠাত্ই সিএবের(CAB) ইমেল আইডিতে...

যুদ্ধ পরিস্থিতির আবহে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রুখতে সক্রিয় রাজ্য! নবান্নে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর

দেশজুড়ে সম্ভাব্য যুদ্ধ-যুদ্ধ পরিস্থিতির আবহে রাজ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেন নাগালের বাইরে না চলে যায়, তা নিশ্চিত করতে...